জাতিসংঘ অধিবেশনে যেতে পারবেন না ফিলিস্তিনি প্রেসিডেন্ট


ইত্তেহাদ নিউজ ডেস্ক : ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আরো প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন না আব্বাস। খবর বিবিসির।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ফিলিস্তিনিরা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং ‘কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি’ চাইছে। ইসরাইল যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
এবারের জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়ার কথা রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দৃঢ়ভাবে এর বিরোধিতা করছে। ফলে অধিবেশনের আগেই ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
রুবিও বলেছেন, জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি অনুযায়ী নিউইয়র্কে থাকা ফিলিস্তিনি মিশনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিতে পারবেন। তবে ভিসা বাতিলের এই পদক্ষেপ ওই চুক্তির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা স্পষ্ট নয়।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় একে ‘আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সদর দপ্তরের চুক্তির সুস্পষ্ট পরিপন্থী’ বলে অভিহিত করেছে এবং যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক বলেছেন, “সকল সদস্য রাষ্ট্র ও পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকা জরুরি, বিশেষ করে আসন্ন দুই-রাষ্ট্র সমাধানবিষয়ক বৈঠকের আগে।”
এদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব সময়ই দুই-রাষ্ট্র সমাধানের বিরোধিতা করে আসছেন। তার দাবি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরাইলে প্রায় ১২০০ জন নিহত এবং ২৫১ জনকে আটক করার পর গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরাইল। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, এরপর থেকে গাজায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে।
ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টির স্বীকৃতি পেলেও এর কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত নেই। পশ্চিম তীরের বড় অংশ ইসরাইলি দখলে এবং গাজায়ও একই ধরনের দখলের আহ্বান থাকায়, কাগুজে স্বীকৃতি বাস্তবে তেমন পরিবর্তন আনবে না বলেই মনে করা হচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।