নুরের ওপর হামলার ঘটনা রাজনীতির জন্য অশনি সংকেত: ছাত্রশিবির


ইত্তেহাদ নিউজ,ঢাকা : গণ অধিকার সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা বাংলাদেশের রাজনীতির জন্য আশনি সংকেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরের শারীরিক খোঁজ-খবর নেয়ার পর তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, ‘উনি চোখ, নাক, মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। ডাক্তাররা বলেছেন-উনি আশংকা মুক্ত নয়, তারা উনাকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখতে চাচ্ছেন। এ হামলা মর্মান্তিক। এ ঘটনায় একটি বিচারবিভাগীয় তদন্ত করে জড়িতদের বিচার করতে হবে। এ ঘটনা বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত। রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধের অনেক পদক্ষেপ রয়েছে, কিন্তু এ রকম নির্মমভাবে পিটিয়ে নয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।