ইত্তেহাদ নিউজ,ভোলা : ভোলায় নিজ বাড়ির সামনে থেকে সাইফুল্লাহ আরিফ (৩০) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।পরিবারের অভিযোগ, তাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।নিহত আরিফ ভোলা সদর উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি এবং ভোলা পৌর-৩ নম্বর ওয়ার্ডের বশির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, আরিফকে বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে কি কারণে এ হত্যার ঘটনা তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
ভোলার পুলিশ সুপার শরীফুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিভাবে এটি হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত