বরিশাল অফিস : বরিশালের বাবুগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ ধর্মীয় বিদ্যাপীঠ ও ঐতিহ্যবাহী আনোয়ার উদ্দিন আলিম (প্রস্তাবিত ফাযিল/ডিগ্রী) মাদ্রাসায় প্রভাষক (আরবি) পদে নিয়োগ পেয়েছেন শাহাদাত হোসেন রুবেল।
এনটিআরসিএ’র ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি এই নিয়োগ লাভ করেন। রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম ও উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ আখতার ফারুক তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।
এসময় প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত থেকে নবনিযুক্ত প্রভাষককে স্বাগত জানান।নিয়োগপত্র গ্রহণের পর শাহাদাত হোসেন রুবেল মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অধ্যক্ষ জনাব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রভাষকগণ শিক্ষার্থীদের নৈতিকতা ও একাডেমিক উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী ইনশাআল্লাহ।স্থানীয় শিক্ষানুরাগী মহল নবনিযুক্ত শিক্ষকদের সাফল্যমণ্ডিত কর্মজীবন কামনা করেছেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপকবৃন্দ, অন্যান্য বিষয়ের প্রভাষকগণ এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত মোঃ সাদ্দাম হোসেন, মোঃ ইবরাহীম খলীল, মোসাঃ তানজিলা আক্তার ও শামীমা আক্তার প্রমুখ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত