ইত্তেহাদ নিউজ,ঢাকা : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অধিনে প্রকল্প পরিচালক দের বেপরোয়া ঘুষ দুনীতির কারনে ডুবতে বসেছে প্রকল্পের কর্যক্রম। সুত্রে যানা যায় লীগের দাপট দেখিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে চলেছিলো ঐ সকল প্রকল্প পরিচালকগন। গত ৪ আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিরুদ্ধে প্রকাশ্য মিছিল মিটিং করা লীগ সরকারের দাপটি পিডি জাহাঙ্গীর. পিডি তালহা জুবায়ের- পিডি খালিদ সাইফুল্লাহ এখনো বহাল তরিয়াতে আছেন। তাদের বেপরোয়া ঘুষ দুনীতি কারণ মুখ থুবড়ে পড়েছে প্রকল্পের আওতায় সকল কার্যক্রম। পিডি খালিদ সাইফুল্লাহকে বান্দরবানে বদলী করা হলেও তার বিরুদ্ধে মহাপরিচালকের দপ্তর বা মন্ত্রনালয় থেকে শাস্তিমূলক তেমন কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।
দূর্ণীতিবাজ মহা ঘুষখোর পিডিরা রয়েগেছেন সকল ধরা ছোয়ার বাইরে। দূর্ণতির কারনে চ্যাম্পিয়ন পাওয়া ৩ পিডি এখন প্রশ্নবিদ্ধ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীদের মাঝে। সুত্রে যানা যায় টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হটি কালচার সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পে উন্নয়ন না হলেও পিডি তালহা জুবায়ের-এর ব্যাপক আর্থিক উন্নয়ন হয়েছে। আনুসাঙ্গিখ খাতে কোটেশন দেখিয়ে ভুয়া বিল ভাইচার দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন পিডি জোবায়ের তালহা। অন্য দিকে কেন্দ্রীয় প্যাকিং হাউজের স্থাপিত উদ্ভিদ সংগ নিরোধ ল্যবরেটরিকে আন্তর্জাতিক মান সম্পূর্ন ল্যাবরেটরিতে রুপান্তর প্রকল্পের পিডি খালিদ সাইফুল্লাহ ও তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক জাহাঙ্গীর এদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম দুনীতি অভিযোগ থাকলেও সংসৃষ্ট মন্ত্রণালয় তেমন কোন কার্যকরী পদক্ষেপ না নেয়াতে আরও বেপরোয়া হয়ে দুর্নীতি চালিয়ে যাচ্ছেন দেদারসে। লীগের দোসর এই সকাল পিডিরা এখন বনে গেছেন বিএনপি পন্থী।
সুত্রে আরও যানা যায় তাদের মনের মতন ঠিকাদার দের কাজ পাইয়ে দেওয়ার জন্য গোপন দর প্রদান করে সেই সকল টীকাদার দের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন এই সকল পিডিগন। প্রকাশ আছে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে মিস্টার ১০/. নামে সু পরিচিত তালহা জুবায়ের-ও খালিদ সাইফুল্লাহ। তাদের বেপরোয়া ঘুষ দুনীতি থামাতে না পারলে ধ্বংসের দারপ্রান্তে পৌঁছাতে সময় লাগবেনা বেশি দিন। সরকারের সত ইচ্ছা ও প্রকল্পের সাফল্য বেহেস্ত গেছে শুধু মাত্র তাদের দুর্নীতির কারণে।
অন্য দিকে পিডি খালিদ সাইফুল্লাহ বিরুদ্ধে দুদক এ ভরি ভরি অভিযোগ থাকলেও তার অবৈধ টাকার প্রভাবে সেই সকল অভিযোগ আজও পর্যন্ত আলোর মুখ দেখেনি। তারা প্রকাশ্যে বলে থাকেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা কর্মচারীদের নিকট তাদের আসির বাদ হিসেবে বর্তমান মহা পরিচালক এর ছত্র ছায়ায় আছেন। যে কারণে সাধারণত কর্মকর্তারা তাদের অনৈতিক আর্থিক অনিয়মের দুনীতি বিরুদ্ধে কথা বলতে সাহসও পাননা। এক কথায় অধিদপ্তরের কর্মকর্তারা জিম্মি হয়ে পরেছেন তাঁদের নিকট।
খোঁজ নিয়ে আরও যানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আওতাধীন তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকৃত বাজারমূল্য অপেক্ষা অতিরিক্ত মূল্যে প্রাক্কলন প্রস্তুত করে পিডির যোগসাজশের মাধ্যমে দরপত্র আহ্বান করে ক্রয়কার্য সম্পন্ন করায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে কয়েক কোট টাকা।
প্রকল্প পরিচালক, ২০২৩-২০২৪ অর্থবছরে প্রকৃত বাজারমূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে কৃষি যন্ত্র ক্রয় করায় সরকারের আর্থিক ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা। দরপত্রে উল্লিখিত স্পেসিফিকেশন বহির্ভূতভাবে এলএলপি ক্রয় করায় অনিয়মিত ব্যয় হয়েছে।
কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে ঢাকার কেন্দ্রীয় প্যাকিং হাউজের বিভিন্ন ল্যাবের জন্য ক্রয়কৃত যন্ত্রপাতিসমূহের মধ্যে ১ কোটি ৪৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের যন্ত্র সরজমিন পরিদর্শনে পাওয়া যায়নি বলে অডিট কারীগন তথ্য পেয়েছে। কৃষি সম্পসারণ অধিদপ্তরের আওতাধীন ‘কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প’ কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে সয়েল টেস্ট রিপোর্ট প্রদানের পূর্বেই প্রাক্কলন প্রস্তুতপূর্বক অনুমোদন এবং যথাযথভাবে মালামাল পরীক্ষা না করে পূর্ত কাজের বিল পরিশোধে ২ কোটি ৭৩ লাখ ৭ হাজার ১৪৮ টাকা অনিয়মিতভাবে ব্যয় করা হয়েছে শুধু মাত্র পিডির আর্থিক দুনীতি কারণে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত