ইত্তেহাদ নিউজ,ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে রিট করা এক নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস ও নির্বাচন কমিশন থেকে কমিটি দুটি প্রকাশ করা হয়।গত রোববার ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে আদালতে রিট আবেদন করেছিলেন ওই নারী প্রার্থী। এ ঘটনার পর তার বিরুদ্ধে ‘গণধর্ষণের পদযাত্রা হওয়া উচিত’ বলে মন্তব্য করেন সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আলী হুসেন।পরে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জি এস প্রার্থী এস এম ফরহাদ এবং ‘অপরাজেয় ৭১ অদম্য ২৪’ প্যানেলের পক্ষ থেকে আলী হুসেনের বিরুদ্ধে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেওয়া হয়।
মঙ্গলবার সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সারকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রক্টর অফিস। কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়া এবং মো. রেজাউল করিম সোহাগ।
একই ঘটনায় চিফ রিটার্নিং অফিসারের অফিস একটি তথ্যানুসন্ধান কমিটি করেছে। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক, ডাকসু আচরণবিধি সংক্রান্ত টাস্কফোর্সের সদস্য জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই কমিটিকে সুষ্ঠুভাবে তদন্ত করে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন জমাদানের জন্য অনুরোধ করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত