ধর্ষণ-চাঁদাবাজি ঢাকতে ‘দায় চাপানোর রাজনীতি’ করছে ছাত্রদল


ইত্তেহাদ নিউজ,ঢাকা : সারা দেশে ধর্ষণ, চাঁদাবাজি এবং অন্তঃর্কোন্দলের ঘটনাগুলো ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এসএম ফরহাদ।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় ডাকসুতে তাদের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক, এজিএস প্রার্থী মহিউদ্দিন খানসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফরহাদ বলেন, ‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দিয়েছে ছাত্রদল। এসব স্লোগান ছাত্রলীগের। নৃশংস প্রক্রিয়া যেগুলো আওয়ামী লীগ ফলো করত, সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে।
‘ছাত্রলীগের যা যা বৈশিষ্ট্য ছিল… ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কোন্দলের কেস, চাঁদাবাজির কেস–সবগুলো যখন ঢাকতে পারছে না, এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হয়েছে দায় চাপানোর রাজনীতি’, যোগ করেন তিনি।
গত বছরের ৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ছাত্রদলের কর্মীদের বিরুদ্ধে সারা দেশে অন্তত ৩০টি ধর্ষণের ঘটনায় বিচার চলছে বলে দাবি করেন ফরহাদ।
তিনি বলেন, ‘যারা ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এসব ঘটনা যখন সামনে আসে, এগুলো ক্যামনে চাপা দেবে, আর কোনো ইস্যু না পেয়ে সে ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে এবং নিশ্চয় শিক্ষার্থীরা বোঝে যে আপনারা কীভাবে কী করছেন’।
ডাকসুতে এসএম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী এক প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন। তাকে ‘শিবির নেতা’ দাবি করে মঙ্গলবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
তবে শিবিরের দাবি, তিন বাম ছাত্র সংগঠন সমর্থিত ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’ প্যানেলের প্রার্থী ফাহমিদা আলমকে ‘গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেন তাদের কেউ নন। তার বিষয়ে ব্যবস্থা নিতে শিবিরও প্রক্টর বরাবর চিঠি দিয়েছে।
শুধু তাই নয়, ছাত্রদলের ‘সমর্থনে’ও আলী হুসেনের বেশ কিছু ফেসবুক পোস্ট থাকার কথা বলেছেন এসএম ফরহাদ।
আলী হুসেনের হুমকির ঘটনায় প্রক্টর অফিস থেকে একটি এবং ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ফরহাদ বলেন, যাকে শিবিরের নেতা বানিয়ে প্রচার চালানো হচ্ছে সেটি যে মিথ্যা প্রপাগান্ডা, সেটি জানানোর পর আমরা নিজেরাই প্রক্টর অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে এসছি, যাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়। এটি করবার পর আমরা এটিও বলেছি, যদি তিনি ব্যক্তি এসএম ফরহাদ বা আমার ব্যাপারে রিট করার কারণে রিঅ্যাকশন দিতেন, তাহলে তার আগের দিনেই দিতেন। আমার দিক থেকে আমি তাকে (রিটকারীকে) ওয়েলকাম করেছি, শুভেচ্ছা জানিয়েছি এবং বলেছি যে কোর্টে যে রায় হবে সেটি মেনে নেব।
ছাত্রশিবির তার অবস্থান জানানোর পরও ‘রাজনৈতিক দেউলিয়াত্বের’ বহিঃপ্রকাশ হিসাবে আলী হুসেনকে ‘শিবির বানিয়ে’ প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন জিএস পদপ্রার্থী ফরহাদ।
স্থানীয় ‘বিএনপি নেতাদের নেতৃত্বে’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবন ভাঙার সঙ্গে ‘ছাত্রদলের সংযোগ’ থাকার কথাও বলেন ছাত্রশিবিরের এই নেতা।
তিনি বলেন, রাকসুতে সুষ্ঠু পদ্ধতিতে আন্দোলন না করে, দাবি না জানিয়ে সরাসরি সেখানে ভাঙচুর এবং তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। চবি, রাবি এবং বাকৃবি- সবগুলো ঘটনা, সর্বশেষ ডাকসু বানচালের চেষ্টা, সবকিছুতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে এগুলো কীভাবে ডাকবে, এগুলো সামনে আসবে সে আশঙ্কায় শিক্ষার্থীদেরকে ভয় পেয়ে তারা হচ্ছে এমন ঘটনা ঘটাচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।