দলীয়করণ ও বিরাজনীতিকরণমুক্ত একাডেমিক ক্যাম্পাসসহ ১১ দফা ইশতেহার উমামার


ইত্তেহাদ নিউজ,ঢাকা : দলীয়করণ ও বিরাজনীতিকরণমুক্ত একাডেমিক ক্যাম্পাস, নারীবান্ধব ক্যাম্পাস এবং স্বাস্থ্য সুরক্ষাসহ ১১ দফা ইশতেহার দিয়েছে উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উামামা ফাতেমা, জিএস প্রার্থী আল সাদী ভূঁইয়াসহ প্যানেলের অন্য প্রার্থীরা। সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন উমামা ফাতেমা।
এদিকে ডাকসু নির্বাচনকে সামনে রেখে সাইবার বুলিং নিয়ে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া নির্বাচনের আগে ভোটার ছাড়া অন্য কেউ যেন হলে অবস্থান করতে না পারে সেই ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।
উমামা ফাতেমার নেতৃত্বাধীন ঐক্য প্যানেলের ইশতেহারগুলোর মধ্যে আরও রয়েছে-ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে প্রতিবছর ডাকসু নির্বাচন নিশ্চিত করা, একাডেমিক শিক্ষার মান, কারিকুলাম ও গবেষণা খাতের বাজেট ২ ভাগ থেকে ২০ ভাগে উন্নীতকরণের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া, ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রার বিল্ডিং, ডিপার্টমেন্টের সেমিনার, লাইব্রেরিসহ শিক্ষার্থীদের জন্য উপযুক্ত কাজের জায়গাগুলোতে ন্যায্য বেতনে পার্টটাইম চাকরির সুযোগ তৈরি করা। যৌন নিপীড়ন সেলকে সর্বোচ্চ কার্যকরী করা এবং যৌন নিপীড়নের অভিযোগের ভিত্তিতে তদন্তের আপডেট নিয়মিত অনলাইনে হালনাগাদ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে প্রশাসনিক তত্ত্বাবধানে ক্যান্টিন, ডাইনিং চালুর উদ্যোগ গ্রহণ করা। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে শিক্ষার্থীদের খাদ্যের ওপর ভর্তুকি আদায় করা, শতভাগ আবাসন ব্যবস্থা নির্মাণের লক্ষ্যে রূপরেখা তৈরি ও তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া। ইশতেহারে আরও রয়েছে-নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর সঙ্গে সিট প্রদানের ব্যবস্থা করা, যতদিন সিট প্রদান করবে না ততদিন পর্যন্ত শিক্ষার্থীদের আবাসন বৃত্তির ব্যবস্থা, বিজনেস ফ্যাকাল্টির ই-লাইব্রেরি পুনরায় চালু করা, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন নিশ্চিত করা। এর আওতায় কোর্স রেজিস্ট্রেশন, রেজাল্ট, সিলেবাস ও নোটিশ সিস্টেম সম্পূর্ণ অনলাইনে আনা। টিমে খেলার ক্ষেত্রে কোটাধারী খেলোয়াড় ও সাধারণ খেলোয়াড়দের মধ্যে বৈষম্য নিরসনে উদ্যোগ নেওয়া, পরিবেশবান্ধব ক্যাম্পাস ও স্যানিটেশন নিশ্চিতে ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ময়লা ফেলার জন্য সর্বত্র ময়লার ঝুড়ি স্থাপন ও মনিটরিং করা।
এদিন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, সাইবার বুলিং নিয়ে তারা একটি কমিটি গঠন করেছেন। কমিটি বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছে এবং সাইবার বুলিংয়ের বিষয়টি কীভাবে কমানো যায়, তা নিয়ে তারা কাজ করছেন।
অধ্যাপক জসীম বলেন, ডাকসু নির্বাচন নিয়ে যেসব অনলাইন গ্রুপ বা পেজের বিরুদ্ধে অভিযোগ এসেছে, সেগুলোর অ্যাড্রেস দিয়েছি। যারা এসব পেজ বা গ্রুপ পরিচালনা করেন (অ্যাডমিন) তাদেরও অ্যাড্রেস দিয়েছি। পাশাপাশি পুলিশ কমিশনার (সাইবার) বরাবর অভিযোগ দিয়েছি।
অধ্যাপক জসীম বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা, ভোটের দিন নিরাপত্তা ও ভোট গণনার নিরাপত্তার বিষয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। একটি নিরাপত্তা প্রটোকল তৈরি করা হয়েছে। ইতোমধ্যে বহিরাগতদের বিষয়ে হল প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন ভোটার ছাড়া অন্য কেউ হলে অবস্থান করতে না পারে। অনাবাসিক শিক্ষার্থীরা ভোটের দিন ক্যাম্পাসে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো যেন কোনো প্রকার বাধা না পায় সেজন্য আইজিপিকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।