বরিশালে এক সাংবাদিকের স্ত্রীকে ল্যাবস্টার মালিকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ


ইত্তেহাদ নিউজ: বরিশাল নগরীর আগরপুর রোডের প্রেসক্লাবের সামনে অবস্থিত ল্যাব স্টার ডায়াগনস্টিক সেন্টারের মালিক বাবুল ও তার সহযোগী মহিবুল্লার বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ উঠেছে। স্থানীয় আঞ্চলিক পত্রিকার এক ফটো সাংবাদিকের স্ত্রী তাদের দুজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরে গজিয়ে ওঠা কথিত ডায়াগনস্টিক সেন্টারগুলো গ্রাম থেকে আসা অসহায় রোগীদের জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক ক্ষেত্রে ডাক্তার সেজে ভুয়া রিপোর্ট তৈরি করে রোগীদের কাছ থেকে হাজার হাজার টাকা আত্মসাৎ করা হয়।
শুধু তাই নয়, চাকরির প্রলোভন দেখিয়ে অনেক তরুণীকে এসব প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। পরে তাদের ব্ল্যাকমেইল করে সর্বনাশ ঘটানো হয় বলে ভুক্তভোগীদের অভিযোগ। এমনকি কিছু ক্ষেত্রে অফিসেই জিম্মি করে রাখা হয় নারীদের।
স্থানীয়রা জানান, নগরীর সদর রোড বিবির পুকুরপাড় এলাকায় একাধিক দালাল চক্র সক্রিয় রয়েছে। তারা ঠিক যেন খদ্দর খুঁজতে থাকা যৌনপল্লীর মতো ভঙ্গিতে অসহায় রোগীদের টার্গেট করে ডায়াগনস্টিক সেন্টারে টেনে নেয়।
নাগরিক সমাজের অভিযোগ, প্রশাসন সব জেনেও কোনো ব্যবস্থা নেয় না। এর নেপথ্যে রয়েছে প্রভাবশালী মহল ও কিছু সাংবাদিকের সম্পৃক্ততা। ফলে এসব অনিয়ম-অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টরা নীরব ভূমিকা পালন করছেন।
ভুক্তভোগীরা জানান, যদি দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম ও অপরাধ তদন্ত করে ব্যবস্থা না নেয়, তবে এভাবে আরও অসহায় নারীরা সর্বনাশের শিকার হবেন।