দুর্নীতি থামাতে ‘দুর্নীতি প্রতিরোধ ট্রাইবুনাল’ ও দ্রব্যমূল্য কমাতে ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠনের দাবি

ইত্তেহাদ নিউজ,অনলাইন ডেস্ক : গত ১২ বছরের ধারাবাহিকতায় আবারো দুর্নীতি থামাতে ‘দুর্নীতি প্রতিরোধ ট্রাইবুনাল’ ও দ্রব্যমূল্য কমাতে ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে অনুষ্ঠিত দুর্নীতিরোধ এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে ৫ সেপ্টেম্বর বিকেল ৫ টায়- অনুষ্ঠিত জনসমাবেশে উপরোক্ত দাবি জানিয়েছেন নতুনধারার নেতৃবৃন্দ। নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বলেন, কিচ্ছু চায় না জনগণ দুবেলা ভাত খাওয়ার ব্যবস্থা আর নিরাপত্তা ছাড়া। অথচ চুয়ান্ন বছর ধরে রাজনৈতিক বা অরাজনৈতিক সরকার যারাই ক্ষমতায় এসেছে প্রথম আঘাত ভাতের উপরে করেছে। যে কারণে অতিত সরকারের মত করে এখানো বাজারে আগুন লেগে আছে। আর এই আগুনের নেপথ্য কারণ ক্ষমতাসীন আমলা-কর্মকর্তা-কর্মচারিদের পাশাপাশি কিছু উপদেষ্টার সীমাহীন দুর্নীতি। আর তাই আমরা নোবেলজয়ী ড. ইউনূস সরকারের কাছে ছাত্র-যুব-জনতার পক্ষ থেকে মিনতী করি দুর্নীতি থামাতে ‘দুর্নীতি প্রতিরোধ ট্রাইবুনাল’ ও দ্রব্যমূল্য কমাতে ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠন করে দিয়ে প্রমাণ করুন আপনি এবং আপনার সরকার অন্যদের মত দ্রব্যমূল্য বৃদ্ধিও সিন্ডিকেট বা দুর্নীতিবাজদেও বিরুদ্ধে জিরো টলারেন্স।
নারায়ণগঞ্জ শাখার আহবায়ক কাজী মুন্নি আলমের সভাপতিত্বে এতে সংহতি প্রকাশ করেন নতুনধারা নারায়ণগঞ্জ শাখার সম্মানীয় উপদেষ্টা মোহাম্মদ নাছির মিয়া। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, মাহমুদ হাসান তাহের, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, আল আমিন বৈরাগী, বিথী হাওলাদার, আফতাব মন্ডল, মোহাম্মদ আবুল মতিন, সালমান শেখ প্রমুখ।
এসময় মোমিন মেহেদী দুর্নীতিরোধ এবং দ্রব্যমূল্য কমানোর দাবিতে দেশব্যাপী জনসমাবেশের ঘোষণা দিয়ে বলেন, যেই অবধি দুর্নীতি থামাতে ‘দুর্নীতি প্রতিরোধ ট্রাইবুনাল’ ও দ্রব্যমূল্য কমাতে ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশন’ গঠনের ঘোষণা না আসবে, সেই অবধি এই কর্মসূচি সারাদেশের সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



