ঝালকাঠিতে খেলার মাঠে ঘোড়ার লাথিতে খেলোয়ার আহত


ইত্তেহাদ নিউজ,অনলাইন : ফুটবল খেলতে এসে ঘোড়ার লাথিতে আহত হয়েছে নাহিয়ান রিজু নামের একজন কিশোর খেলোয়ার। ঘটনাটি ৭ সেপ্টেম্বর রোববার বিকেল সারে ৫ টায় ঝালকাঠি পৌর মিনি ষ্টেডিয়ামে ঘটেছে।
ঘটনার পর ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় সে ফিরেছে। আহত নাহিয়ান রিজু ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীতে অধ্যায়নরত।
রিজুর সহপাঠী মো. সিয়াম জানায়, সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ২০ শিক্ষার্থী বিকেলে ঝালকাঠি পৌর মিনি ষ্টেডিয়ামে ফুটবল খেলতে আসে। খেলা চলাকালে মাঠের মধ্যে থাকা একটি ঘোড়া রিজুকে পেছন থেকে আঘাত করে। রিজু মাটিতে লুটিয়ে পরলে ঘোড়াটি রিজুর পিঠে পাড়া দেয়। দ্রুত অন্য সহপাঠীরা রিজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এ মাঠে নিয়মিত আসা খেলোয়ারদের একটাই প্রশ্ন, খেলার মাঠে ঘোরা কেনো? পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা সবার।জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আল মামুন খান ধলু বলেন, ‘মাঠে সবসময় গরু এবং ঘোড়া থাকে। এই ঘোড়া এবং গরুর মালিকরা আসপাশেরই লোকজন। পৌরসভার মালিকানাধীন এই মাঠটি সম্প্রতি সংস্কার করা হলেও গেট নির্মান না করায় অবাধে গরু ও ঘোড়া প্রবেশ করে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।