কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় নিহত ৬


ইত্তেহাদ নিউজ,অনলাইন : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলায় তাদের ছয়জন সদস্য নিহত হয়েছে। তবে যারা আলোচনার টেবিলে ছিলেন তারা ইসরায়েলি হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন। খবর বিবিসি
হামাস জানিয়েছে, দোহায় একটি আবাসিক ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সময় হঠাৎ ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ হামলাকে পুরোপুরি বৈধতা দিয়েছেন। তার ভাষ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যারা হামলা চালিয়েছে তারাই ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছেন।
এদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে কাতার। একে তারা কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানিয়েছে। কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে হামাস সদস্যদের বিষয়ে কোনো তথ্য দেননি।হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। তবে তিনি এও বলেন, হামাসকে নির্মূল করা একটি উত্তম লক্ষ্য।
কারণ কাতার যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র দেশ। কারণে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আমেরিকার সবচেয়ে বড় বিমানঘাঁটি রয়েছে। এ ছাড়া কাতারে ২০১২ সাল থেকে হামাস তাদের রাজনৈতিক কার্যালয় পরিচালনা করে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্র-মিশর ও কাতার দীর্ঘ সময় ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে শান্তি চুক্তির জন্য কাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অন্তত ৮টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া উত্তরাঞ্চলীয় কাতারা জেলায় ধোঁয়া উড়তে দেখা গেছে।কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের হামলার সময় হামাসের রাজনৈতিক কার্যালয়ের বেশ কয়েকজন নেতা আলোচনার জন্য ওই আবাসিক ভবনে উপস্থিত ছিলেন।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী শিন বেত এক বিবৃতিতে জানিয়েছে, হামাসের সিনিয়র সদস্যদের লক্ষ্য করে সুনির্দিষ্ট এই হামলা চালানো হয়েছে।
ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, কাতারে হামলায় ১৫টি ইসরায়েলি যুদ্ধবিমান অংশ নিয়েছে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ১০টি গোলা নিক্ষেপ করা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।