উৎসবের আমেজ নেই জাকসু নির্বাচনে


ইত্তেহাদ নিউজ,অনলাইন : ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। তবে নির্বাচনি আমেজ বা উৎসবের যে প্রত্যাশা ছিল, তা ক্যাম্পাসে খুব একটা দেখা যায়নি।
বৃহস্পতিবার ক্যাম্পাস ঘুরে দেখা যায়, ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম। ক্যাম্পাসের বাইরের ভোটাররা ভোট দিতে কম এসেছেন, পাশাপাশি বৃষ্টি ছিল, সবমিলিয়ে ভোটার উপস্থিতি আশাব্যঞ্জক না। পাশাপাশি জাল ভোট দেওয়া ও আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ পাওয়া গেছে বলে একাধিক প্রার্থী ও ভোটার জানিয়েছেন।
প্রীতিলতা হল, খালেদা জিয়া হল, তাজউদ্দীন আহমদ হল, ২১নং ছাত্র হল, শহীদ রফিক জব্বার হল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, মাওলানা ভাসানী হল, কবি কাজী নজরুল ইসলাম হল, রোকেয়া হল, ফজিলাতুন্নেসা হল, তারামন বিবি হল এবং জাহানারা ইমাম হলে ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন খুবই কম দেখা গেছে। এমনকি কিছু হলে ভোটারের লাইনই দেখা যায়নি।
ভোট দিতে ১০নং হলে এসেছিলেন আনিসুল ইসলাম। তিনি বলেন, ‘ভোটের পরিবেশ মোটামুটি। খানিক সময় বৃষ্টি ছিল। তবে যেমন আমেজ আশা করেছিলাম তেমন হয়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।