ঝালকাঠিতে ব্যবসায়ীকে হুমকি, থানায় জিডি


ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি: ঝালকাঠির সাধনার মোড় এলাকার নিউ আজাদ বেকারীর মালিক কামরুজ্জামান নাইমকে আক্রমন করা এবং হত্যার হুমকির ঘটনা ঘটেছে। এমন অভিযোগ উঠেছে চাদকাঠি এলাকার আব্বাস উদ্দিন জাহাঙ্গীর হোসেন এবং তপন নামে তিন ব্যক্তি ও অজ্ঞাত আরো একজনের বিরুদ্ধে।
এ বিষয়ে আহত বেকারী মালিক কামরুজ্জামান নাইম বুধবার রাতে ঝালকাঠি সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে এবং সদর থানায় একটি সাধারন ডায়েরী করেছে।
কামরুজ্জামান নাইম জিডিতে লিখেছেন, ‘আব্বাস উদ্দিনের সাথে তার ব্যবসায়ীক বিরোধ ছিলো। সেই বিরোধের জেরে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাকে হুমকি দিয়ে আসছে। ঘটনার দিন বুধবার (১০সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটের সময় জাহাঙ্গীর নামের এক ব্যাক্তি মোবাইল ফোনের ০১৯২৩৬৪০৭৫৫ নম্বর থেকে আমাকে আমার ০১৮১৮২৮১৯৯৪ নম্বর ফোনে কল দিয়ে কোথায় আছি তা জানতে চায়। আমি ডাক্তার পট্টিতে আছি বলে জানাই।’
‘কিছুক্ষনের মধ্যেই ডাক্তার পট্টি ইসলামী ব্যাংকের মোড়ে ঢাকা মেট্রো-গ-২৪-২৭৫৮ নম্বরের একটি প্রাইভেট কারে আব্বাস, জাহাঙ্গীর, তপনসহ ৪/৫ জন লোক এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমাকে জোড়করে গাড়িতে তোলার চেষ্টা করে। এসময় আমাকে এলোপাথারী ভাবে কিলঘুষি মারে। আমার ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসলে ওরা আমাকে খুন জখমের ভয়ভীতি দেখাইয়াই সটকে পরে।’
কামরুজ্জামান নাইম বলেন, ‘মারধরের কারনে আমার শরীরের বিভিন্ন জায়গায় ফুলা জখম হয়েছে। আমার একটি হাতে আঘাত করা হয়েছে। রাতেই আমি হাসপাতালে চিকিৎসা নিয়েছি এবং থানায় সাধারন ডায়েরী করেছি। আমার মারধর এবং ধস্তাধস্তির সময় আমার পকেটে থাকা ৩ লক্ষ ৯৫ হাজার টাকা খোয়া গেছে। আমি বর্তমানে নিরাপত্বাহীনতায় ভুগিতেছি।