মুলাদীতে শিবিরকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত-২৫


বরিশাল অফিস : বরিশালের মুলাদীতে ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলার মুলাদী উপজেলায় মুলাদী সরকারি কলেজে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ছাত্রশিবিরের অন্তত ২৫ জনের মতো আহত হয়েছে, যাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা।
বরিশাল জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইয়েদ আহমেদ জানান, আগামী ২৩ তারিখ অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আমাদের একটি ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠান সফল করতে জেলা ও উপজেলার শিবিরের দায়িত্বশীলরা মুলাদী কলেজে যায়। তখন ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার নেতারা অতর্কিত হামলা চালিয়ে ২০ থেকে ২৫ জনের মতো শিবিরের নেতাদের আহত করে। এরমধ্যে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তারা।
তবে অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, শিবির আমাদের উপর হামলা করে। এ ঘটনায় ছাত্রদলের ৭ থেকে ৮ জন নেতাকর্মী হাসপাতালে ভর্তি আছে। শিবিরে বর্তমান যারা নেতৃত্ব দিচ্ছে তারা ছাত্রলীগ করতো আগে। যখন হট্টগোল শুরু হয় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করি। এ ঘটনায় বিচারের দাবি জানাই।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ২ জন ছেলের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটেছিল সেটা শিক্ষকরা মিমাংসা করে দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরিস্থিতি পুরো পুলিশের নিয়ন্ত্রণে।