বাংলাদেশ ঢাকা

ভোলা গণপূর্ত’র নির্বাহী প্রকৌশলী আশরাফ উদ্দীনফে নোয়াখালী বদলি

pwd biju
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : গণপূর্ত অধিদপ্তরের আলোচিত নির্বাহী প্রকৌশলী মো. আশরাফ উদ্দীন ওরফে রিজু কে সম্প্রতি ভোলা থেকে নোয়াখালী গণপূর্ত বিভাগে বদলি করা হয়েছে। আলোচিত বদলির এই প্রজ্ঞাপনটি ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রধান প্রকৌশলী মো: শামীম আখতার স্বাক্ষরিত স্মারক নং ২৫.৩৬.০০০০.২১৫.১৯. ১০৪.২৪.-১১২৮ অনুযায়ী জারি করা হয়। একইসঙ্গে নোয়াখালী গণপূর্ত বিভাগের বর্তমান নির্বাহী প্রকৌশলী মো. কামরুল হাসানকে হবিগঞ্জ গণপূর্ত বিভাগে বদলি করা হয়েছে।

পটভূমি : আশরাফ উদ্দীন রিজু ছাত্রজীবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের আবু সুফিয়ান মাহবুব লিমন কমিটির সাধারণ সম্পাদক ছিলেন বলে একটি অসমর্থিত সূত্রে জানা গেছে। এ বিষয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করে বলেন যে আবু সুফিয়ান মাহবুব লিমনকে অথবা অন্য কোনো অভিযোগকারীকে এমন কোনো কমিটির অস্তিত্ব দেখাতে বললে তারা পারবেনা কারণ ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কুয়েট এ ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিলো আর তিনি ২০০৪ এ ভর্তি হয়ে ২০০৮ এ পাশ করে বের হয়ে যান। তিনি ৩২তম বিসিএসের মাধ্যমে গণপূর্ত ক্যাডারে যোগ দেন এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সক্রিয় সদস্য ছিলেন বলে অনেকে অভিযোগ করেছেন। চাকরিজীবনের শুরুতে ২৮-১০-২০১৩ সালে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-১ এ সহকারী প্রকৌশলী হিসেবে সংকর কুমার মালোর মতো র এর এজেন্টের অধীনে কর্মরত থাকায় আওয়ামী ঘরানার অফিসার ছিলেন।

আরও পড়ুন:

টেন্ডার বানিজ্যে গণপূর্তে ছাত্রলীগেই আস্থা, ভোলা ছেড়ে রাঙামাটি যাওয়ার তদবিরে রিজু

এরপর শুধু আওয়ামী চেতনা বিক্রি করে তর তর করে কেবল উপরে উঠেছেন। ২০১৬ সালের এপ্রিলে উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে মিরপুর গণপূর্ত উপবিভাগ-২ এ যোগদান করে সেখানে প্রায় চার বছর থেকে জুলাই, ২০২১ সালে ঢাকা গণপূর্ত উপ-বিভাগ-৬ এ পদায়ন পান এবং সেখানে প্রায় তিন বছর দায়িত্ব পালন করেন। অক্টোবর, ২০২৩ সালে তিনি পদোন্নতি পেয়ে বাগেরহাট পদায়িত হন কিন্তু সেই পোস্টিং সংশোধন করিয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে তিনি প্রথম পোস্টিং পান গাজীপুর গণপূর্ত বিভাগে।কথিত আছে গাজীপুর গণপূর্ত বিভাগে তিনি সিনিয়র নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা এর স্থলে পদায়িত হলে তিনি বেশ মনোক্ষুণ্ণ হন। কথিত আছে, ৯৬ এর জনতার মঞ্চের কুখ্যাত ভিলেন ও ফ্যাসিবাদী সরকারের সাবেক মন্ত্রী ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে চার কোটি টাকা ঘুষ দিয়ে গাজীপুর গণপূর্ত বিভাগে পোষ্টিং বাগিয়ে নিয়েছিলেন। আর এরপর টাকার নেশায় দুর্নীতি ও অনিয়মের হোলি খেলায় নেমে ছিলেন।

অভিযোগ ও বিতর্ক : কিছুদিন পূর্বে মো: মোবারক হোসেন, প্রোপাইটর মেসার্স হিমালয় ট্রেডার্স নামের এক ব্যাক্তি তার নামে কিছু অভিযোগ সম্বলিত একটি দরখাস্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর বরাবর প্রেরণ করেছিলেন। উক্ত অভিযোগ অনুযায়ী, গাজীপুর গণপূর্ত বিভাগে দায়িত্বকালীন সময়ে আশরাফ উদ্দীন রিজু বিভিন্ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করেছেন এবং নিকট আত্মীয়কে কাজ পাইয়ে দিয়েছেন, যা পিপিএ ও পিপিআর বিধির পরিপন্থী। এছাড়া, কিছু কাজ এলটিএম পদ্ধতি ব্যবহার না করে ওটিএম পদ্ধতিতে টেন্ডার আহ্বান করার অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে কোটােশন ভিত্তিক কাজের টাকা আগাম পরিশোধ, বিল ব্যবস্থাপনায় অনিয়ম এবং কমিশন গ্রহণের অভিযোগ সেখানে করা হয়েছিলো।

গাজীপুরে যেয়ে তিনি সাবেক মেয়র জাহাঙ্গীরের সাথে সখ্যতস গড়ে তোলেন। জাহাঙ্গীরের আস্থা ভাজন লোকদের সাথে মিলে নিজের আপন ভাই সহ টেন্ডার বানিজ্য করে লূটপাটের সর্গরাজ্য বানিয়ে ফেলেন। সেই টাকা দিয়ে গাজীপুরে ভূমি দস্যু সিন্ডিকেটের সাথে যোগসাজসে রিসোর্ট কিনেছেন মর্মে জানা যায়।

তিনি জাহাঙ্গীরগং অন্যের গার্মেন্টস ফ্যাক্টরী দখল করে বেনামে চালাচ্ছেন। গাজীপুরে ভূমি দস্যু সিন্ডিকেটের সাথে যোগসাজসে রিসোর্ট কিনেছেন মর্মে জানা যায়। তিনি জাহাঙ্গীরগং অন্যের গার্মেন্টস ফ্যাক্টরী দখল করে বেনামে চালাচ্ছেন। ছাত্র জনতা হত্যায় এই রিজু শুধু অর্থ ও জনবল দিয়ে সাহায্য করেনি বরং নিজে মাথায় লাল ফিতা বেধে মোটর সাইকেলে চড়ে উত্তরা এলাকায় সরাসরি ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছেন।

জুলাই গনুঅভ্যুত্থানের সময় তিনি জাহাঙ্গীর সহ উত্তরা ক্লাবে রাতের বেলা মদের পার্টিতে একাধিক বার গোপন বৈঠক করেছেন । কথিত আছে বিভিন্ন সময়ে ঢাকায় বিএনপির জন সভা পন্ড করতে জাহাঙ্গীর বাহিনী যে রংকরা বাশ দিয়ে বেধড়ক পিটাতেন তা সাপ্লাই দিতেন আশ্রাফ উদ্দিন রিজু।

আশরাফ গাজীপুর গণপূর্ত বিভাগ থেকে ২০২৩-২০২৪ অর্থবছর জুনে প্রায় একশত কোটি টাকা লোপাট করেছেন। বিভিন্ন সময়ে তাকে অবৈধ এসব কর্মকাণ্ড থেকে সরে আসার জন্য তার সাবেক নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান চুন্নু পরামর্শ দিলেও আশরাফ কি আর সেসব কানে নেয়ার মানুষ।

আশরাফ ছিলো গতবছর গ্রেফতার হওয়া টেন্ডার মাফিয়া নূসরাত হোসেনের ঘনিষ্ট। এই মাফিয়া নূসরাতের বন্ধু অবৈধ প্রধান প্রকৌশলী শামীম আখতার তাকে সেফগার্ড দিবেন তাতে কোনো সন্দেহ নেই। নুসরাত ইদানীং পর্দার অন্তরালে চলে গেলে রিজু ঘনিষ্ঠতা বাড়ান আরেক টেন্ডার মাফিয়া আতিকুল ইসলাম আতিক ও ময়মনসিং ছাত্রলীগের নেতা আল আমিন আলভির সাথে। আতিক ও নুসরাতের মধ্যে সেতুবন্ধনের কাজটি এই আশরাফই করেন।

তদন্ত কমিটি : উক্ত অভিযোগের প্রেক্ষিতে গণপূর্ত অধিদপ্তরে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিলো। তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছিলো মো. আশিক আহমেদ শিবলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকিউরমেন্ট সেল, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা কে। এছাড়া অন্য সদস্যরা ছিলেন মো. বদরুল আলম খান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সাভার গণপূর্ত সার্কেল, ঢাকা এবং হাফসার খানম মৌরি, নির্বাহী প্রকৌশলী, প্রকিউরমেন্ট সেল, গণপূর্ত অধিদপ্তর, ঢাকা। কমিটির আহ্বায়কে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি গণমাধ্যমকে জানান, তদন্ত এখনো চলমান এবং তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে কিছু বিষয় অনিয়ম মনে হওয়ায় সে সম্পর্কে তাকে পত্র দেয়া হলে তিনি উত্তর পাঠিয়েছিলেন। আমরা তার উত্তর যাচাই বাছাই করে দেখছি।

বদলির প্রেক্ষাপট : জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে প্রশাসনে একাধিক পদায়ন ও বদলি কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে আশরাফ উদ্দীন রিজুকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে গাজীপুর থেকে ভোলা বদলি করা হলে তিনি বিভিন্ন মাধ্যমে তদবির করতে থাকেন বলে জানা গেছে। সর্বশেষ তাকে গত ১০-০৯-২০২৫ এ নোয়াখালী গণপূর্ত বিভাগে বদলি করা হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পে নতুন দরপত্র আহ্বান প্রক্রিয়া চলমান থাকায় এই বদলির বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে বিবেচিত হয়েছে।

প্রতিক্রিয়া : অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে আশরাফ উদ্দীন রিজু বলেন, তার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, গণপূর্ত অধিদপ্তরে আরও অনেক বিতর্কিত কর্মকর্তা আছেন, যাদের বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.