চট্টগ্রাম বাংলাদেশ

নাজিরহাট কলেজ সরকারি হচ্ছে

1758541851.1
print news

ইত্তেহাদ নিউজ, চট্টগ্রাম:

হাটহাজারীর নাজিরহাট কলেজ সরকারিকরণে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন। এ খবরে উত্তর চট্টগ্রামের বড় একটি জনপদে খুশির বন্যা দেখা দিয়েছে।বিশেষ করে, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উচ্ছ্বাস জানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৌলানা আফজল আহমদ চৌধুরীর নেতৃত্বে এবং আরো ক’জন মহান ব্যক্তির বদান্যতা ও সহযোগিতায় ১৯৪৯ সালে নাজিরহাট কলেজের যাত্রা শুরু হয়েছিল।
জানতে চাইলে নাজিরহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহির উদ্দিন  বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা নাজিরহাট কলেজকে সরকারিকরণে সম্মতি দিয়েছেন। এখন বিধি অনুযায়ী মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা এখনো চিঠি পাইনি। আশাকরি, ডাক যোগে চিঠি পাব।সূত্র জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের কাছে চিঠি দিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক-৭ মীর তায়েফা সিদ্দিকা নাজিরহাট কলেজকে সরকারিকরণে প্রধান উপদেষ্টার সম্মতির বিষয়টি জানান।চিঠিতে কলেজটি সরকারিকরণের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ

ইত্তেহাদ নিউজ

About Author