বাংলাদেশ ঢাকা রাজনীতি

১০০টির বেশি আসন পাবে না বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

nasir patwary
print news

ইত্তেহাদ নিউজ, ঢাকা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চাশ, একশ’র বেশি আসন পাবে না।সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াত-বিএনপিকে ভণ্ডামি পরামর্শ দিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,  আমরা আমরা ৩০০ আসনে প্রার্থী দিব। সবগুলো আসনে জয়ের জন্য আমরা প্রচেষ্টা করব। কিন্তু ইট কামস টু দ্য প্র্যাক্টিক্যাল, আমরা সেখানে বলেছিলাম যে আমাদের ১৫০টা আসন উইন করার এবং একদম কনফার্ম, এরকম জিতার মত সিচুয়েশনে আছে। কিন্তু ৩০০ আসনে জয়ের জন্যই লড়বো ইনশাআল্লাহ।

তাহলে বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে-এমন প্রশ্নের জবাবে এনসিপির এ নেতা বলেন, বিএনপি কয়টা পাবে, জামায়াত কয়টা পাবে, ওটা তো আমি বলতে পারবো না। এটা যারা ভোট দেবে তারা হলো ডিসাইড করতে পারবেন। আমাদের জায়গা থেকে এসেসমেন্ট, এটা দেখেন যে বিএনপিও অনেকগুলো ডাটা সার্ভে করেছে। জামায়াত অনেকগুলা করেছে। কিন্তু আমাদের জায়গা থেকে আমি মনে হয় একবার বলেছিলাম,  বিএনপির পঞ্চাশ, একশ’র আসনের উপরে যাবে না। কিন্তু আপনারা তো এখন বাস্তব সিনারিও দেখতে পাচ্ছেন। তলানিতে যাচ্ছে যে।
সংসদে আপনারা কী তবে সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার যদি রেশিওতে সংখ্যাগরিষ্ঠতা আসে, সেখানে তো সংখ্যাগরিষ্ঠ হচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় যে নারীদের আসন রয়েছে উচ্চ কক্ষে, পিআর রয়েছে, ওই ক্যালকুলেশনটা আপনাকে এড করতে হবে।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ

ইত্তেহাদ নিউজ

About Author