বাংলাদেশ সিলেট

এনসিপি সদস্যসচিব আখতারকে ডিম মারা মিজানের পরিবারের সবাই থাকেন যুক্তরাষ্ট্রে

image 1758645414 c5v5wUB0mLSfVCUmGQXlesGyR0PMEPG9Ybhy6ZhO
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করে আলোচনায় আসা মিজানুর রহমান চৌধুরীকে আটক করেছে সেদেশের পুলিশ।

আটক মিজানুর রহমান চৌধুরী সিলেট জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন বলে তার ফেসবুক প্রোফাইল থেকে জানা গেছে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র যুবলীগের প্রভাবশালী নেতা। তার ভাইও নিউইয়র্কে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

মিজানের গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের হাজারিচক। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান চৌধুরী অনেক বছর আগে দেশে ছেড়েছেন। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র প্রবাসী।

আখতারের ওপর ডিম নিক্ষেপের পর ফেসবুকে ভিডিও আপলোড করে মিজানুর রহমান লিখেন, ‘খাইয়া দিছি টেরোরিস্ট আকতারকে।

আটক হওয়ার পরও ফেসবুকে একটি স্ট্যাটাস দেন মিজানুর রহমান। বাংলাদেশ সময় বেলা ১২টার সময় তিনি ফেসবুকে লেখেন, ‘আমি কারাগার থেকে বলছি, শেখ হাসিনার কর্মী মিজানুর রহমান চৌধুরী। জয় বাংলা।

বিএনপির সমর্থক এক ব্যক্তি পুলিশের কাছে অভিযোগ করেছেন, মিজানুর রহমান তাকে ছুরি দিয়ে মারতে চেয়েছেন। এরপর নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিক্ষোভ শেষে সন্ধ্যার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দ উদ্‌যাপন করছিলেন। ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট থেকে পুলিশ মিজানকে আটক করে। প্রাথমিকভাবে জনশৃঙ্খলা ভঙ্গ ও আক্রমণমূলক আচরণের অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে গেছেন তিনটি রাজনৈতিক দলের পাঁচজন নেতা।

তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা।

জেএফকে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সেখানে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা আখতারের ওপর ডিম নিক্ষেপ করে। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম ছুড়ে মারার ঘটনায় ফেসবুক পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

তাসনিম জারা লেখেন, ‘এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।’

আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিমানবন্দর থেকে লাগেজ হাতে রাস্তা পার হচ্ছেন আখতার হোসেন। তার সামনে ছিলেন তাসনিম জারা।

ওই সময় সেখানে আগে থেকে জড়ো হয়ে থাকা আওয়ামী লীগের কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। ডিমটি তার পিঠে লেগে ফেটে যায়।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.