ইত্তেহাদ নিউজ,অনলাইন : মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি ইউনিয়নের মান্দের পাড়া গ্রামের ৪শ সনাতন ধর্মাবলম্বী মানুষ বিএনপিতে যোগদান করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মান্দের পাড়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের হাত ধরে বিএনপিতে যোগ দেন।
ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন এ সব হিন্দু নারী-পুরুষদের হাত উঁচু করে শপথ বাক্য পাঠ করিয়ে বিএনপিতে যোগদান করান।
এ সময় বিএনপিতে যোগদানকারীদের উদ্দেশ্যে রবিউল ইসলাম নয়ন বলেন, 'আমরা সবাই একে অপরের ভাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের সুখে-দুঃখে পাশে থাকবো। আমরা একসঙ্গে তারেক রহমানের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো।
বিএনপিতে যোগদান অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ৪শ নারীর পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা নানা স্লোগান দেন। হিন্দু মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই- এমন সব স্লোগান দেন এ সব সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত