দুস্থ নারীদের মাঝে দুর্গন্ধযুক্ত, ছত্রাক ধরা ও দলা বাঁধা চাল বিতরণ


ইত্তেহাদ নিউজ,অনলাইন : জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন পরিষদে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিনভর দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রতি জনকে ৩০ কেজি করে মোট ৯০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও বিতরণকৃত চালের মান নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। এ বছর উদয়পুর ইউনিয়নের ৪০৯ জন নারী লটারির মাধ্যমে এই সুবিধার জন্য নির্বাচিত হয়েছেন। তাদের জন্য বরাদ্দ এসেছে ১ হাজার ২২৭ বস্তা, মোট ৩৬ হাজার ৮১০ কেজি চাল। কিন্তু বিতরণ কার্যক্রমে নিুমানের চাল দেওয়া এবং অসাধু চক্রের দৌরাত্ম্যে প্রকৃত উপকারভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সরেজমিন গিয়ে দেখা যায়, অনেক উপকারভোগী হাতে পাওয়া বস্তা খুলে হতাশা প্রকাশ করছেন। তাদের অভিযোগ চালগুলো দুর্গন্ধযুক্ত, ছত্রাক ধরা এবং দলা বাঁধা। মিজানুর রহমান নামে এক উপকারভোগীর স্বামী বলেন, ‘আমরা দুস্থ বলে কি মানুষ নই? যে চাল পশু-পাখিকেও খাওয়ানো যায় না, তা আমাদের দেওয়া হয়েছে।’ তার অভিযোগের সঙ্গে অন্তত ২০ জন উপকারভোগী একমত হন। উদয়পুর ইউনিয়নের দুধাইল গ্রামের মিজানুর রহমান, শেখপুর গ্রামের বনজের আলী, জামুড়া-বাশুড়া গ্রামের রহিমা, রোজিনাসহ অনেকে অভিযোগ করে জানান, চালগুলো দুর্গন্ধযুক্ত, ছত্রাক ধরা ও দলা বাঁধা। এ চালগুলো ছাগলও খাবে না। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন স্বীকার করেন, কিছু বস্তায় নিুমানের চাল পাওয়া গেছে। উদয়পুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. কারিমা বিষয়টি স্বীকার করে জানান, অন্তত ১০০ বস্তা চাল অনুপযোগী ছিল।
এদিকে অভিযোগ উঠেছে, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কিছু অসাধু ব্যক্তি অল্প দামে দুস্থ নারীদের কাছ থেকে চাল কিনে নিচ্ছেন। ভ্যানগাড়ি ও ভটভটি ব্যবহার করে সংগ্রহ করা এসব চাল পরে বেশি দামে বাজারে বিক্রি করা হচ্ছে। স্থানীয় রেজাউলসহ পাঁচজনের নাম এ কাজে জড়িত বলে জানা যায়। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান বলেন, যে চালগুলো খারাপ পেয়েছে, সে চালগুলো ফেরত নেওয়ার কথা বলা হয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের সঙ্গে। পরে ভালো চাল ভুক্তভোগী পরিবারদের দেওয়ার জন্য।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।