ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে ফিনল্যান্ড


ইত্তেহাদ নিউজ,অনলাইন : ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করার জন্য ফিনল্যান্ড আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।
প্রেসিডেন্ট স্টাব গাজায় চলমান মানবিক বিপর্যয়কে ‘অসহনীয়’ হিসেবে উল্লেখ করে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন। তিনি আরও বলেন যে, ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার নেই। আলেকজান্ডার স্টাব জাতিসংঘ সনদে বর্ণিত সার্বভৌমত্ব, মানবাধিকার এবং মৌলিক নীতিগুলো রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ‘রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের কোনো অধিকার নেই। একইভাবে ইসরায়েলেরও ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার নেই। কোনো রাষ্ট্রেরই অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে সুদান কিংবা কঙ্গোর ভূখণ্ডে প্রক্সি যুদ্ধ চালানোর অধিকার নেই।’
তিনি আরও বলেন, ‘গাজার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মানবিক বিপর্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতারই প্রতিফলন।’ এই বক্তব্যে ফিনল্যান্ড গাজা সংকট এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে তার স্পষ্ট অবস্থান তুলে ধরেছে। সূত্র: আনাদোলু এজেন্সি
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।