নারীদের ৩৩ শতাংশ আসন নিশ্চিতের দাবি রাশেদা কে চৌধুরীর


ইত্তেহাদ নিউজ,অনলাইন : দেশের ৫১ শতাংশ জনগোষ্ঠী নারী হলেও তাদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসন রাখার চিন্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও নাগরিক সমাজের প্রতিনিধি রাশেদা কে চৌধুরী।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীতে নির্বাচন কমিশনের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
রাশেদা কে চৌধুরী বলেন, ৫৫ বছর পরও নারীদের জন্য মাত্র ৫ থেকে ৭ শতাংশ আসনের কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেছি। এটা মেনে নেয়া যায় না। আমাদের ন্যূনতম দাবি ৩৩ শতাংশ আসন নারীদের জন্য নিশ্চিত করা।
রাশেদা কে চৌধুরী আরও বলেন, নারীরা শুধু ভোটার নন, তারা সমাজের প্রতিটি স্তরে অবদান রাখছেন। অথচ রাজনৈতিক দলগুলো নারীদের অংশগ্রহণকে প্রান্তিকভাবে দেখছে।
তিনি নির্বাচন কমিশনকে অনুরোধ করেন, নারীদের যথাযথ মর্যাদা দিয়ে ভোটের আগে ও পরে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে।
প্রবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিষয়েও গুরুত্বারোপ করে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, প্রবাসীদের সন্তানরা পড়াশোনার জন্য দেশে থাকে। তাদের নিরাপত্তা ও অংশগ্রহণও গুরুত্ব দিতে হবে।
রাশেদা কে চৌধুরী মনে করিয়ে দেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত না হলে নির্বাচন অর্থবহ হবে না।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।