ইত্তেহাদ নিউজ,অনলাইন : যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, এতে 'আমার কিছুই যায় আসে না। আমার ভিসার প্রয়োজন নেই।'
গত শুক্রবার তিনি নিউ ইয়র্কের রাস্তায় ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে যোগ দেন। তিনি মার্কিন সৈন্যদের ডোনাল্ড ট্রাম্পের আদেশ অমান্য করার আহ্বান জানান। একই দিন হোয়াইট হাউস জানায়, তারা পেত্রোর ভিসা বাতিল করবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) এক্স-পোস্টে পেত্রো বলেন, 'আমার আর মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য ভিসা নেই। আমার কিছু যায় আসে না। আমার ভিসার প্রয়োজন নেই... কারণ আমি কেবল একজন কলম্বিয়ান নাগরিক নই, একজন ইউরোপীয় নাগরিক। আমি সত্যিই নিজেকে বিশ্বের একজন স্বাধীন ব্যক্তি বলে মনে করি।'
তিনি আরও বলেন, 'গণহত্যার নিন্দা করার জন্য এটি (ভিসা) প্রত্যাহার করা প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না।'
এর আগে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের এক সমাবেশে ভাষণ দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। তিনি ফিলিস্তিনিদের মুক্ত করাকে অগ্রাধিকারে রেখে বিশ্বব্যাপী একটি সশস্ত্র বাহিনী গঠনের আহ্বান জানান।
তিনি মার্কিন সৈন্যদের 'মানুষের দিকে বন্দুক না তাক করার জন্য' বলেন, ট্রাম্পের আদেশ অমান্য করুন। মানবতার আদেশ মেনে চলুন।
কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভিসা বাতিলকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা জাতিসংঘের চেতনার পরিপন্থী। জাতিসংঘের উচিত একটি সম্পূর্ণ নিরপেক্ষ আয়োজক দেশ খুঁজে বের করা। যাতে সংস্থাটি নিজেই সেই নতুন আয়োজক রাষ্ট্রের ভূখণ্ডে প্রবেশের অনুমোদন দিতে পারে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত