আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার বিরুদ্ধে আদালতকে অনৈতিক চাপ ও তদবিরের মাধ্যমে চার্জশিটভূক্ত আসামিকে খালাসের অভিযোগ এনে তার অপসারণের দাবি জানিয়েছেন মামলার বাদি খালেদা ইয়াসমিন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক লিখিত বিবৃতির মাধ্যমে এই ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাকে পদ থেকে অপসারণের দাবি জানান তিনি।
তিনি জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল আলী জাহির আল আমিন ব্যবস্থাপনা পরিচালক (অপসারিত) ইম্পালস হেলথ সার্ভিসেস এন্ড রিসার্চ এর বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি ৪২০/৪০৬/৫০৬ ধারার অধীনে মূখ্য মহানগর হাকিম আদালতে এ সি.আর মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর নিকট পাঠান। তদন্ত শেষে পিবিআই ২০২৪ সালের ১৫ আগস্ট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত মামলাটি বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আতিকুর রহমানের কোর্টে প্রেরণ করেন।
তিনি আরও জানান, ২৫ সালের ১১ সেপ্টেম্বর আদালত অভিযোগের ওপর শুনানির জন্য দিন ধার্য করেন। এইদিন উভয় পক্ষের শুনানি শেষে আদালত ২৯/৯/২০২৫ অধিকতর শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেন। এরপর ২৯/০৯/২০২৫ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানির আগে আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আতিকুর রহমানের মুঠোফোনে উক্ত মামলার আসামি আলী জাহির আল আমিনকে অব্যাহতি প্রদানের অবৈধ ও অনৈতিক তরবির ও চাপ দেন। পরবর্তীতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান মামলার আসামি আলী জাহির আল আমিনের বিরুদ্ধে চার্জগঠন না করে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
বিচার ব্যবস্থার ওপর এরূপ নগ্ন ও অযাচিত হস্তক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানান মামলার বাদী এবং অবিলম্বে আদালতের উপর অনৈতিক চাপ ও তদবিরের জন্য আইন মন্ত্রণালয়ের সচিব মো. লিয়াকত আলী মোল্লাকে পদ থেকে অপসারণের দাবি জানান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত