নওগাঁয় ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় জামায়াত নেতা বহিষ্কার


ইত্তেহাদ নিউজ,অনলাইন : ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সে সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে তাকে দেওয়া দলীয় মনোনয়নও বাতিল করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নৈতিক স্খলনজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াত।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মোনায়েম হোসাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যেই কমিটি প্রতিবেদন দিয়েছে। তদন্তে মোনায়েম হোসাইনের নৈতিকস্খলনের বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, তদন্তে এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষকদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও উঠে এসেছে। তবে ওইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এখন থেকে মোনায়েমের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই।
এ বিষয়ে কথা বলতে বহিষ্কৃত জামায়াত নেতা মোনায়েম হোসাইনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর এনায়েতপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মোনায়েম হোসাইনের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।