ইত্তেহাদ এক্সক্লুসিভ

আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলার অভিযোগ,ডুবিয়ে দেওয়ার হুমকি ইসরায়েলের

ফ্লোটিলা বহর
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা অভিযোগ করেছে যে, গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানো তাদের বহরের জাহাজ ঘেঁষে ইসরায়েলি নৌযানগুলো “বিপজ্জনক ও ভীতিকর আচরণ” করছে। বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১১৮ মাইল দূরে অবস্থানরত সুমুদ ফ্লোটিলা বহরকে ইসরায়েল ডুবিয়ে দেওয়ার হুমকির পর এই উত্তেজনা সৃষ্টি হয়।

গাজা অভিমুখী এই মিশনের আয়োজকরা জানিয়েছেন, ইসরায়েলি দুটি “যুদ্ধজাহাজ” দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচল হওয়ার ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর “সাইবার হামলা” বলে অভিহিত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছেন, যাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

বিপজ্জনক আচরণ ও ড্রোন হামলা: গাজায় খাদ্য ও ওষুধ পৌঁছে দিতে ইসরায়েলের অবরোধ ভাঙার সর্বশেষ প্রচেষ্টা হিসেবে সুমুদ ফ্লোটিলা ওই উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে নৌবহরটি গাজা উপকূল থেকে ১১৮ নটিক্যাল মাইল দূরে রয়েছে। এই নৌবহরের গাজা উপকূলে নোঙর ঠেকাতে ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী টহল শুরু করেছে।

সুমুদ ফ্লোটিলা বহরটির বৃহস্পতিবার সকালের দিকে গাজায় পৌঁছানোর কথা রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এই জাহাজের বহরকে ঠেকানোর হুমকি দিয়েছে।

এক বিবৃতিতে সুমুদ ফ্লোটিলা নৌবহর বলেছে, ইসরায়েলের আগ্রাসী কার্যক্রম ৪০টিরও বেশি দেশের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ভয়াবহ ঝুঁকির মুখে ফেলেছে। বিবৃতিতে গাজার উদ্দেশে নৌবহরের যাত্রা অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে ফ্লোটিলা।

তবে নৌবহরের কাছে আসা জাহাজগুলো কারা পরিচালনা করছে তা স্পষ্ট নয়। সুমুদ ফ্লোটিলা বহরের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, সশস্ত্র একটি সামরিক জাহাজ বেসামরিক নৌকাগুলোর কাছাকাছি অবস্থান করছে।

ওই ভিডিওটি বহরের ‘সিরিয়াস’ জাহাজ থেকেই ধারণ করা হয়েছে বলে রয়টার্স নিশ্চিত করেছে। তবে ভিডিওতে দেখা অন্য জাহাজটির পরিচয় কিংবা ভিডিওটি কবে ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

গত কয়েক দিনে বেশ কয়েকবার ড্রোন হামলার শিকার হয়েছে গাজা অভিমুখী ওই নৌবহর। ড্রোনগুলো জাহাজের ওপর স্টান গ্রেনেড ও চুলকানি সৃষ্টিকারী গুঁড়া নিক্ষেপ করেছিল। এতে ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

জাহাজের বহরের কাছে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো নৌযান পাঠিয়েছে কিনা, সেই বিষয়ে কোনো মন্তব্য করেনি। কিন্তু ইসরায়েল আগেই জানিয়েছে, ওই নৌবহরের গাজা উপকূলে যাত্রা ঠেকাতে তারা সম্ভাব্য যেকোনো ধরনের পদক্ষেপ গ্রহণে পিছপা হবে না। ইসরায়েল বলেছে, ইসরায়েলি সৈন্যরা উপকূলীয় এলাকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় উপত্যকায় নৌ অবরোধ বৈধ।

এদিকে, ইতালি ও স্পেন উদ্ধার কিংবা মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ফ্লোটিলা নৌবহরে নৌযান মোতায়েন রেখেছে। তবে তারা সামরিক সংঘাতে জড়াবে না বলে জানিয়েছে। তুরস্কও নৌবহরটির গতিবিধি নজরদারিতে ড্রোন ব্যবহার করছে।

তবে ইতালি ও স্পেন বলেছে, গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিলোমিটার) দূরে পৌঁছালে নিরাপত্তার কারণে তারা বহরটির অনুসরণ বন্ধ করে দেবে।

সাহায্য পৌঁছানোর চেষ্টা: বুধবার নৌবহরের আয়োজকদের সংবাদ সম্মেলনে জাতিসংঘের ফিলিস্তিনি অধিকার বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ ফ্রান্সেসকা আলবানিজ বলেন, নৌবহর আটকানো হলে তা আন্তর্জাতিক আইন ও সমুদ্র আইনের আরেকটি লঙ্ঘন হবে। কারণ গাজার জলসীমায় ইসরায়েলের আইনি কোনো এখতিয়ার নেই।

২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল সেখানে নৌ অবরোধ আরোপ করে রেখেছে। এর আগে বহুবার কর্মীরা সমুদ্রপথে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করেছে।

২০১০ সালে এ ধরনের এক ঘটনায় ইসরায়েলি সৈন্যরা ছয়টি জাহাজের নৌবহরে হামলা চালায়। এতে ৫০টি দেশের ৭০০ জন ফিলিস্তিনপন্থী কর্মীর মধ্যে অন্তত ৯ জন নিহত হন।

চলতি বছরের জুনে ফিলিস্তিনপন্থী সংগঠন “ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের” উদ্যোগে গাজা অভিমুখী ছোট একটি জাহাজের বহর থেকে গ্রেটা থুনবার্গসহ অন্তত ১১ জনকে আটক করে ইসরায়েলি নৌবাহিনী।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.