ইত্তেহাদ নিউজ,অনলাইন : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নিখোঁজের কয়েক ঘণ্টা পর বাড়ির পাশের একটি ডোবা থেকে রাইসা খাতুন নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিশু রাইসা ওই এলাকার আকরাম সর্দারের মেয়ে।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় রাইসা। অনেক খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে বাড়ির পেছনের বাঁশবাগানের পাশের ডোবায় তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিনুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তারপরও সার্বিক বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত