ইত্তেহাদ নিউজ,অনলাইন : ফিলিস্তিনের গাজা অভিমুখী আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকাতে শুরু করেছে ইসরায়েলি নৌবাহিনী। নৌবাহিনীর একটি জাহাজ সুমুদ ফ্লোটিলার একটি জাহাজের কাছাকাছি দেখা গেছে।
সুমুদ ফ্লোটিলার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ফ্লোটিলার প্রধান জাহাজ আলমা এবং আরও দুটি জাহাজ আদারা ও সিরিয়াসে উঠে পড়েছে ইসরায়েলি সেনারা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ইসরায়েলি সেনারা জাহাজগুলোতে উঠে পড়ে।ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরায়েলি সেনারা আদারা জাহাজে উঠার পর অধিকারকর্মীদের তাদের ফোন জাহাজে ছুড়ে ফেলতে দেখা যায়।ইসরায়েলি সেনারা সন্ধ্যায় ত্রাণবাহী জাহাজগুলোতে উপকূলের দিকে না আসতে সতর্ক করে। তবে অধিকারকর্মীরা গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এবার ইসরায়েল জাহাজগুলো আটকাতে শুরু করেছে।
গাজাগামী এই বহরে ৪০টিরও বেশি ছোট-বড় জাহাজ এবং ৫০০ জন অধিকারকর্মী রয়েছেন। যাদের মধ্যে ইতালীয় রাজনীতিবিদ এবং সুইডিশ জলবায়ু অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গও রয়েছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত