মুসলিম দেশ নিয়ে ন্যাটোর মতো সামরিক জোট চাইছে পাকিস্তান


ইত্তেহাদ নিউজ,অনলাইন : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেছেন, সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তি আরও বিস্তৃত হয়ে একটি শক্তিশালী জোটে পরিণত হতে পারে, যা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মতো কাজ করবে। শুক্রবার পার্লামেন্টে তিনি বলেন, “সৌদির সঙ্গে আমাদের সামরিক চুক্তি গুরুত্বপূর্ণ।
ইসরাইলকে গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ ইসরাইলকে গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ
একাধিক আরব ও মুসলিম দেশ ইতিমধ্যে পাকিস্তানের সঙ্গে এমন ধরনের চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে।
যদি আরও দেশ যুক্ত হয়, তবে এটি ‘নতুন ন্যাটো’ হিসেবে গড়ে উঠতে পারে এবং আল্লাহ চাইলে পাকিস্তান ৫৭টি মুসলিম দেশের নেতৃত্ব দিতে পারে।”
পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, পাকিস্তানে গত মে মাসে ভারত যে ‘অপারেশন সিঁদুর’ নামে হামলা চালিয়েছিল এবং যার কারণে দুই দেশের মধ্যে চার দিনের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল, সেই সময় যদি এই চুক্তি কার্যকর থাকত, তাহলে ভারতীয় হামলাকে সৌদি আরবের ওপর হামলা হিসেবেও গণ্য করা যেত।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে ঐতিহাসিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, যদি কোনো দেশ দুই দেশের ওপর হামলা চালায়, তবে তা উভয়ের ওপর হামলা হিসেবে ধরা হবে।
বিশ্লেষকরা মনে করেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ, কারণ এতে সৌদি আরব কার্যত পাকিস্তানের পারমাণবিক সুরক্ষার আওতায় চলে এসেছে। যদিও দু’দেশই স্পষ্টভাবে বলেনি, হামলার ক্ষেত্রে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে কি না।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।