ইত্তেহাদ নিউজ,অনলাইন : রাজশাহীতে এক ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যার হুমকির পর এবার তাকে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন জামায়াত নেতাকর্মীরা।শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মতিহার থানার বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল কর্মীর নাম রবিউল ইসলাম আশিক (২৪)। ওই এলাকাতেই তার বাড়ি। মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বুধপাড়া থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা গভীর রাতে আশিককে দেখতে হাসপাতালে ভিড় করেন।
আশিকের ভাই রুবেল হোসেন অভিযোগ করে বলেন, “কিছুদিন আগে নগরীর বুধপাড়াসহ ৩০নং ওয়ার্ড এলাকায় বিএনপির পোস্টার-ব্যানার লাগায় আশিক। এ সময় জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩০ নম্বর ওয়ার্ড উত্তর শাখার একজন নেতা আশিককে গুলি করে হত্যার হুমকি দেন। ওই ঘটনার ধারাবাহিকতায় শুক্রবার রাতে আশিককে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।”
তার অভিযোগ, ছাত্রদল করার কারণেই আশিকের ওপর জামায়াতের লোকেরা হামলা করেছে।ঘটনার পর শুক্রবার রাতে আশিককে নিয়ে রামেক হাসপাতালে ভর্তির পর রাজশাহী সিটি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ইমদাদুল হক লিমন তার ফেসবুক থেকে লাইভ করেন। ওই লাইভে আশিক বলেন, শুক্রবার রাতে তিনি বুধপাড়া মোড়ে বসে ছিলেন। এ সময় ৩০ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তাকে তুলে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করেছে। তাকে বেদম পেটানো হয়েছে।”
ছাত্রদল নেতা লিমন হামলার নিন্দা জানিয়ে বলেন, “শুধু ছাত্রদল করার কারণে আশিককে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। আমরা এর উপযুক্ত জবাব দেব।এ বিষয়ে জানতে জামায়াত নেতা সোহেল রানার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।
আরএমপির মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, ছাত্রদল কর্মী আশিককে মারধরের ঘটনাটি তিনি রাতেই শুনেছেন। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত