ইত্তেহাদ নিউজ,অনলাইন : গাজায় ইসরায়েলি বোমার গর্জন তখনো থামেনি, থেকে থেকেই কেঁপে উঠছে অবরুদ্ধ উপত্যকার আকাশ, বাতাসে ছড়িয়ে পড়ছে ফিলিস্তিনিদের রক্তমাখা ধূলিকণা। ঠিক এমন এক সময়ে উত্তাল সমুদ্রে পাল ওড়ালো একঝাঁক নৌকা। গাজায় অবরোধ ভাঙার লক্ষ্যে শুরু হলো এক দুঃসাহসী যাত্রার। পেছনে ঝড়ের গর্জন, সামনে দখলদারদের অস্ত্রের ঝনঝনানি। এর মধ্যেই এগিয়ে যায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, সমুদ্র পেরিয়ে পৌঁছে দেয় মানবতার বার্তা।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা শুধু মানবিক সাহায্যের কোনো বহর নয়, বরং অন্যায় অবরোধের বিরুদ্ধে বৈশ্বিক সংহতি এবং নৈতিক দায়বদ্ধতার প্রতীক হয়ে উঠেছে। এটি দেখিয়ে দিচ্ছে, গাজায় ইসরায়েলের সৃষ্ট দুর্ভিক্ষ-এর পেছনে বিশ্বের অবহেলার দায় কতটা।
ফ্লোটিলার কর্মীরা ইসরায়েলি বাহিনীর হাতে আটক হলেও এরই মধ্যে বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তারা। তাদের এই চেষ্টা প্রমাণ করে দিয়েছে, মানবতার কণ্ঠস্বর কখনো দাবিয়ে রাখা যায় না।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত