হামাস গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প,নেতানিয়াহু বিস্মিত ও হতবাক


ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন মন্তব্যে হতবাক হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। খবর আল জাজিরার।
ইসরাইলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের কিছু বক্তব্যে ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিস্মিত ও হতবাক হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, হামাসের প্রতিক্রিয়া মূলত ইতিবাচক দিকেই এগোচ্ছে এবং গাজায় ইসরাইলকে বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন।
নেতানিয়াহু চান, একটি যৌথ ইসরাইলি-আমেরিকান প্রতিক্রিয়া তৈরি করা হোক, যাতে হামাসের প্রতিক্রিয়াটি ইতিবাচক হিসেবে দেখা না হয়।
তবে নেতানিয়াহু এখনো তার সরকার ও জোটসঙ্গীদের সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করেননি। শেষ পর্যন্ত এটি ভোটের মাধ্যমে অনুমোদন হতে পারে।
ইসরাইলের বিরোধীদলীয় নেতা বলেছেন, নেতানিয়াহুর জন্য একটি রাজনৈতিক ‘নিরাপত্তা জাল’ থাকবে — অর্থাৎ, যদি সরকারি জোটের সদস্যরা এই চুক্তির পক্ষে না থাকেন, তাহলে বিরোধীদলগুলো একত্র হয়ে একটি ঐক্য গঠন করতে পারে।
এদিকে ইসরাইলি বন্দিদের পরিবারের সদস্যরাও জানিয়েছেন যে তারা মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের সঙ্গে একমত— বিশেষ করে গাজার ভেতর বোমাবর্ষণ বন্ধের আহ্বানকে তারা সমর্থন করছেন। কারণ তারা আশঙ্কা করছেন, বোমাবর্ষণ চলতে থাকলে সেখানে থাকা বন্দিরা হতাহত হতে পারেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।