ইসলামবিদ্বেষ থেকেই যুক্তরাজ্যের মসজিদে আগুন


ইত্তেহাদ নিউজ,অনলাইন : যুক্তরাজ্যের একটি মসজিদে আগুন দেয়ার ঘটনায় দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে পুলিশ। একজনের পরনে সাদা লোগো সহ একটি কালো জ্যাকেট, অন্যজনের হাতে দেখা যায় উজ্জ্বল লাল গ্লাভস।
দক্ষিণ ব্রিটেনের উপকূলবর্তী শহর পিসহেভেনের এক মসজিদে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দিয়েছে। সাসেক্স পুলিশের অনুমান, ইসলামবিদ্বেষী চরমপন্থীরাই এই আগুন লাগিয়েছে। যদিও এই ঘটনায় কোনও আহত বা মৃত্যুর খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, শনিবার গভীর রাতে ওই মসজিদের প্রধান দরজা ভেঙে ভিতরে ঢোকে দু’জন। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। এরপরেই তারা মসজিদে ঢোকার প্রধান দরজার সামনে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। সেই সময় মসজিদের চেয়ারম্যান-সহ মোট দু’জন মসজিদের মধ্যেই চা পান করছিলেন। আগুন লাগার পরে বিকট শব্দ শুনে ছুটে আসেন তারা। খবর দেন পুলিশকে।
পুলিশের তরফে তদন্তকারী অফিসার গাভিন প্যাচ জানান, ধর্মীয় বিদ্বেষ থেকেই এমন অগ্নিকাণ্ড হয়েছে বলে অনুমান। মসজিদের সামনে পার্কিং লট এবং প্রধান দরজার বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এই ঘটনায় কেউ হতাহত হননি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ব্রিটেনের ম্যাঞ্চেস্টার শহরের সিনাগগে হামলা হয়েছিল। সেই ঘটনায় ছুরি দিয়ে আঘাতের ফলে দু’জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন বেশ কয়েকজন। আবারও এক ধর্মীয়স্থানে হামলায় ব্রিটেনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন।
যুক্তরাজ্যে গত দুই বছরে মুসলিম-বিদ্বেষ অনেক বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে তথ্য সংগ্রহে রাখা প্রতিষ্ঠান টেল মামার গত ফেব্রুয়ারিতে একটি প্রতিবেদনে জানিয়েছে, গত বছর ব্রিটেন জুড়ে ৬,০০০ এরও বেশি মুসলিম-বিদ্বেষী ঘটনা নথিভুক্ত করা হয়েছে, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।