ইত্তেহাদ নিউজ,অনলাইন : গাজার ৩৮ বছর বয়সি বাসিন্দা ইনাস আবু মামার। গাজার দুই বছরের যুদ্ধে অনেক কিছু হারিয়েছেন তিনি। বারবার বাস্তুচ্যুত হতে হয়েছে। ধ্বংস করা হয়েছে বাড়িঘর। চোখের সামনে মেরে ফেলা হয়েছে আপনজনকে। সবমিলিয়ে শোকে পাথর ইনাস মামার।
মঙ্গলবার গাজায় যুদ্ধ বন্ধের আকুতি জানিয়ে ফিলিস্তিনি এই নারী বলেন, ‘আমরা যা হারিয়েছি তা যথেষ্ট। আমাদের অনেক প্রিয়জন চলে গেছেন। আমার একমাত্র ভয় হলো যুদ্ধ চলতে থাকবে। আমরা চাই না এটি চলতে থাকুক। আমরা চাই এটি একবারের জন্য শেষ হোক।’ রয়টার্স।
দক্ষিণ গাজার খান ইউনিসে পারিবারিক বাড়িতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন মামারের ৫ বছর বয়সি ভাগনি স্যালি। রয়টার্সের ফটোগ্রাফার মোহাম্মদ সালেম ১৭ অক্টোবর ২০২৩ তারিখে খান ইউনিসের নাসের হাসপাতালের মর্গে মামারকে তার মৃতদেহ জড়িয়ে ধরে থাকতে দেখেন। বিস্ফোরণে আবু মামারের খালা-কাকা, তার ভগ্নিপতি এবং তার চাচাতো ভাইদের পাশাপাশি স্যালির শিশু বোন সেবাও নিহত হন। এই গ্রীষ্মে, তার বাবা এবং তার ভাই রামেজ, সালির বাবা, পরিবারের জন্য খাবার আনতে গিয়ে নিহত হন।
মামার বলেন, ‘যুদ্ধ আমাদের সবাইকে ধ্বংস করে দিয়েছে। আমাদের পরিবারকে ধ্বংস করেছে, আমাদের ঘরবাড়ি ধ্বংস করেছে। আমাদের হৃদয়ে বেদনা ও ক্ষত রেখে গেছে।’
মামার এবং তার অবশিষ্ট আত্মীয়রা ইসরাইলি বোমা হামলা এবং স্থল আক্রমণ থেকে পালিয়ে এসেছেন। এখন সমুদ্র সৈকতের কাছে খালি বালিতে একটি জনাকীর্ণ তাঁবু শিবিরে বসবাস করছেন তারা। বর্তমানে পরিস্থিতি কঠোর। অসুস্থতা ব্যাপক। খাবার এবং পরিষ্কার পানির অভাব। ইসরাইলি বোমাবর্ষণে হতাহত জনগোষ্ঠী আতঙ্কিত। আবু মামারের সবচেয়ে বড় উদ্বেগ তার ভাগনে আহমেদ, রামেজের ছেলে এবং সালির ছোট ভাইকে নিয়ে।
মামার জানান, তার জীবন এখন সত্যিই বদলে গেছে। সে (প্রতিদিন) ২৪ ঘণ্টা তাঁবুতে থাকে। তিনি এখনো অপেক্ষা করছেন এবং আশঙ্কা করছেন যে ট্রাম্প ইসরাইলের ওপর আরও চাপ না দিলে যুদ্ধ শেষ করার সর্বশেষ পদক্ষেপগুলো ব্যর্থ হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত