পদ্মা নদীতে ইলিশ নিধন,৭ জেলেকে জরিমানা


ইত্তেহাদ নিউজ,অনলাইন : মাদারীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ নিধনের অপরাধে শিবচরে ৭ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল থেকে পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত জানায়, মা ও ডিমওয়ালা ইলিশ সংরক্ষণে মঙ্গলবার সকাল থেকে পদ্মা নদীর শিবচর অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। বিকেলে চরজানাজাত এলাকায় অভিযান চলাকালে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলেকে ইলিশ ধরতে দেখা যায়। এসময় আদালতের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ পুলিশের সদস্যরা সাত জনকে আটক করে। পরে শিবচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম ইবনে মিজান আটককৃত প্রতিজন জেলেকে ১০ হাজার টাকা করে ৭০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, চরজানাজাত নৌ-থানা ওসি মো. শহিদুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার উপস্থিত ছিলেন।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ এম ইবনে মিজান বলেন, ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে সাত জেলেকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আগামীতে নদীকে যৌথ অভিযান চালানো হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।