ইত্তেহাদ নিউজ,অনলাইন : মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান পদত্যাগ করেছেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মাউশি’র ডিজি পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
মাউশির নতুন ডিজি নিয়োগের জন্য গতকাল ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (সরকারি কলেজ-১) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম এবং তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীকে সৎ, দায়িত্বপরায়ণ ও প্রশাসনিক কাজে দক্ষ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর থাকা আবশ্যক।
মূলতঃ, এর পরিপেক্ষিতেই এটা নিশ্চিত হয়ে যায় যে, প্রফেসর মুহাম্মদ আজাদ খানকে আর ডিজি পদে রাখা হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতির কারণেই ডিজি পদ থেকে আজাদ খান পদত্যাগ করতে বাধ্য হলেন।
“গণতন্ত্রের মানসকন্যা’ শেখ হাসিনাকে আমৃত্য প্রধানমন্ত্রী করার ঘোষণাকারী অধ্যাপক আজাদ খান ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান পদে। এই পদ থেকে তাকে ডিজি পদে পদায়ন করা হয় বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে। আওয়ামী লীগ আমলে সরকারি আশেক মাহমুদ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান পদে থাকাকালে তিনি নিজেকে একজন আওয়ামী কর্মী হিসেবেই পরিচয় দিতেন। জামালপুর জেলা প্রশাসন আয়োজিত ১৭ এপ্রিল, ২০২৪ তারিখে মুজিব নগর দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন। তাতে তিনি শেখ মুজিব ও হাসিনা বন্দনা করে এমন বক্তব্য রাখেন যে, অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতারাও অবাক হন।
১৭ এপ্রিল জেলা প্রশাসনের ওই অনুষ্ঠানে মুহাম্মদ আজাদ খান তাঁর প্রেজেন্টেশনে উপস্থিত সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন। বক্তব্যের শুরুতেই বললেন, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি দক্ষিণ এশিয়ার মহামানব স্বাধীনতার ঘোষক ও সর্বাধিনায়ক বাঙালিজাতির পরিত্রাণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বক্তব্যের এক পর্যায়ে তিনি এও বলেছেন, শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ কখনও স্বাধীনতার স্বাদ পেত না। “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে তিনি বক্তব্য শেষ করেছেন। “যোগ্য পিতার যোগ্য কন্যা শেখ হাসিনা” এই স্লোগান তিনি পাওয়ার পয়েন্টে তুলে ধরে শেখ হাসিনার মত যোগ্য নেতৃত্বকে দীর্ঘস্থায়ী করে তাকে আমৃত্য প্রধানমন্ত্রী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত