বরিশাল অফিস : বরিশাল শিল্পকলা একাডেমির বিতর্কিত কালচারাল কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তকে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে তার কুড়িগ্রামে বদলি সংক্রান্ত খবর নিশ্চিত হওয়া গেছে।
অসিত বরণের বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন স্থানে অনিয়ম-দুর্নীতির খবর পাওয়া গেছে। ৩০ জুন তিনি জেলা সাংস্কৃতিক প্রশিক্ষণ বন্ধের ঘোষণা দেন। এতে শিল্পকলা একাডেমির প্রশিক্ষকরা ক্ষুব্ধ হন। তাদের দাবি, অসিত বরণ প্রশিক্ষক নিয়োগ নিয়েও দুর্নীতি করছেন।
অসিত বরণের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগপত্র দেওয়া হয়। ১ জুলাই বরিশালের গণমাধ্যমকর্মী মুহম্মদ ইমন খন্দকার হৃদয় অভিযোগপত্রটি বাংলাদেশ শিল্পকলা একাডেমির তৎকালীন ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেন, বরিশালের জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং দুদকের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক এইচএম আক্তারুজ্জামানের কাছে পেশ করেন।
অসিত বরণ ২০১৩ সালে কালচারাল কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়ার পর থেকে সিলেট, হবিগঞ্জ ও বর্তমানে বরিশালে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন।অভিযোগ তদন্তে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়। ৮ আগস্ট তারা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন।শিল্পকলার একটি সূত্র নিশ্চিত করেছে, তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পরই তাকে বরিশাল থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত