মাদারীপুরে এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে দুদকের মামলা


ইত্তেহাদ নিউজ,অনলাইন : মাদারীপুরে হজরত শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানায় অতিরিক্ত সদস্য দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুদক মাদারীপুরের সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু বাদী হয়ে আজ এ মামলাটি দায়ের করেন।
মামলার দুই আসামি হলেন—হজরত শাহ মাদার এতিমখানার সেক্রেটারি ও সুপার মোহাম্মদ আল আমিন এবং মাদারীপুরের সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে।
দুদক জানায়, প্রধান কার্যালয়ের নির্দেশনায় গত ১৫ জুলাই সকাল ১০টায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় মাদারীপুরের একটি দল এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।
অভিযানে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে জাল-জালিয়াতির মাধ্যমে মাদারীপুরের হজরত শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানায় প্রকৃত এতিম নিবাসীর সংখ্যা গোপন করে ৪ বছরে অতিরিক্ত ক্যাপিটেশন গ্র্যান্টভুক্ত দুস্থ/এতিম নিবাসী দেখিয়ে ৪৩ লাখ ২০ হাজার টাকা এবং স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে যোগসাজশে এতিমদের কল্যাণে ব্যবহৃত ইসলামী ব্যাংক, মাদারীপুর শাখার এমএমপিডিআর (মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম) ৪৭ লাখ টাকা ও এতিমদের কল্যাণে অনুদানকৃত ১০ লাখ ৯৯ হাজার ৯১৭ টাকাসহ সর্বমোট ১ কোটি ১ লাখ ১৯ হাজার ৯১৭ টাকা আত্মসাৎ করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।