বাংলাদেশ বরিশাল

জুলাই সনদে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে ভোলাবাসী

image 245166 1760775189
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : দীর্ঘ প্রতীক্ষার পর রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে অবশেষে গতকাল শুক্রবার (১৭অক্টোবর) স্বাক্ষর হলো ঐতিহাসিক জুলাই সনদে।প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর উপস্থিতিতে ২৫টি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সনদে স্বাক্ষর করেন।

প্রতিক্ষিত এ সনদের স্বাক্ষরকে সাধুবাদ জানিয়েছেন, দক্ষিণ উপকূলীয় দ্বীপ জনপদের জেলা ভোলাবাসী। এখানকার রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই গণঅভ্যুত্থানের পর জুলাই সনদ তৈরিতে সর্বমহলকে এক জায়গায় একমতে একিভূত করতে পারায় অর্ন্তর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাধুবাদ জানান তাঁরা।

এ বিষয়ে ভোলা জেলা বিএনপির সদস্য সচীব আলহাজ্ব মো.রাইসূল আলমের কাছে জানতে চাইলে তিনি তার অভিমত ব্যক্ত করে বলেন, রাজনৈতিক দলগুলোর উপস্থিতিতে নেতৃবৃন্দের স্বাক্ষরিত জুলাই সনদটিতে এ জাতির ভবিষ্যৎ নির্ভর করে। তিনি মনে করেন, জুলাই সনদের পথ ধরেই আগামীর বাংলায় নতুন সূর্য উদিত হবে এমনটাই বিশ্বাস করছি। পাশাপাশি এ সনদে স্বাক্ষরের ফলে আগামী প্রজম্ম নতুন একটি বাংলাদেশ উপহার পাবেন বলেও মনে করছেন জেলা বিএনপির প্রবীন এই নেতা।

জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ্য মো. নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, জুলাই সনদের স্বাক্ষরের বিষয়ে আমাদের মন্তব্য হলো-আমরা ভোলাবাসী এটাকে ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি। আমাদের জাতীয় জীবনে অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে। তবে সবগুলো দেশপ্রেমিক দলগুলোর অংশগ্রহণ এটাকে আরোও মহিমান্বিত করতে পারতো, যারা জুলাই আন্দোলনে সম্পৃক্ত। এ স্বাক্ষর তখনই ফলপ্রসূ হবে যখন এটার আইনি ভিত্তি দেয়া হবে। এ ক্ষেত্রে সরকার ও দেশপ্রেমিক দলগুলোর সদিচ্ছা ও আন্তরিকতার আশাকরি।

ভোলার সিনিয়র সাংবাদিক অ্যাড.নজরুল হক অনু বলেন, আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মানে জুলাই সনদ হবে হবে এক যুগান্তকারী দলিল। আমরা প্রকৃত স্বাধীন ও সার্বভৌম একটি বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদকে পাহারা দিয়ে রাখতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে জাতির আশা-আকাঙ্ক্ষা’র প্রতিফলন ঘটবে বলে আমি মনে করছি।

ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মো.মাকসুদুর রহমান বলেন, জুলাই সনদে অধিকাংশ দল স্বাক্ষর করেছেন, এমন খবর খুবই আনন্দের। তবে বাস্তবে এসে এই আনন্দ যাতে বিষাদে রুপ না নেয়, সেদিকে আমাদের দেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে স্বজাগ ও সোচ্চার থাকতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলনের ভোলা জেলার অন্যতম সমন্বয়ক রাহিম ইসলাম বলেন, জুলাই বিপ্লবে ঢাকার রাজপথে ভোলা জেলার বিভিন্ন উপজেলার ৪৭ জন তাজা প্রাণ শহীদ হয়েছেন। ভোলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছেন, ছাতা মেরামতকারী শ্রমিক জসিমউদ্দিন ভাই। সব মিলিয়ে জুলাই গণঅভ্যুত্থানে আমরা হারিয়েছি আমাদের জেলার অর্ধশত ভাই-বোনকে। ফলে জুলাই সনদ তখনই স্বার্থক হবে, যখন এই সনদের প্রতিফলন দেখতে পাবে ভোলার বাঁধনহারা শহীদ পরিবারগুলো।

ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান  বলেন, জুলাই সনদ আগামী প্রজম্মের জন্য এক যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ কালের অকাট্য দলিল হিসেবে ইতিহাসে স্থান করে নিবে বলে মনে করেন জেলা প্রশাসনের এ শীর্ষকর্তা।

উল্লেখ্য, জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি দলিল। যার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়া হচ্ছে। অন্যদিকে জুলাই জাতীয় সনদ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল।

গত বছরের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় ছাত্র-জনতার অভ্যুত্থানে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ও দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর থেকেই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র, তরুণেরা অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কথা বলে আসছেন। তাঁরা একাধিকবার নিজেরা এ ঘোষণাপত্র দেয়ার উদ্যোগ নিয়েছিলেন। একপর্যায়ে সরকার বিষয়টি নিয়ে সব দলের সঙ্গে বৈঠক করে এবং সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করার সিদ্ধান্ত হয়।

সেই সিদ্ধান্ত মোতাবেক দীর্ঘ প্রতিক্ষিত জুলাই সনদে শুক্রবার (১৭অক্টোবর) স্বাক্ষর করেন-অন্তর্বর্তীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য দলগুলোর নেতারা। সব মিলিয়ে আগামীর সুন্দর ও মসৃন বাংলাদেশ বিনির্মানে জুলাই সনদ জাতির আশা আকাঙ্ক্ষার এক অবিস্বরণীয় মাইলফলক হয়ে থাকবে বলে মনে করছেন বিজ্ঞজন ও শ্রেণি পেশার ব্যাক্তিরা।

 

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.