বরিশাল অফিস : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে জাতীয় পার্টির সদস্যসচিব ও স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে এক নারীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
অভিযোগ সূত্রে জানা গেছে, কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সালাম বেপারী গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে একই ওয়ার্ডের যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হালিমের স্ত্রী নুপুর আক্তার (৩৫) এর শ্লীলতাহানির চেষ্টা চালান।
ভুক্তভোগী জানান, তার স্বামী মাছ ধরতে বাইরে থাকায় তিনি একা ছিলেন।এ সুযোগে ইউপি সদস্য সালাম বেপারী বাড়িতে প্রবেশ করে জাপটে ধরেন। তার চিৎকার শুনে পাশের বাড়ির আত্মীয়া ও ওপর এক নারী মিতু আক্তার ছুটে এলে সালাম বেপারী পালিয়ে যান। ঘটনার পরের দিন শুক্রবার (১৭ অক্টোবর)ওই গৃহবধূ বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাবুগঞ্জ থানার ওসি মো. জহিরুল আলম এ বিষয় সাংবাদিকদের বলেন, ‘অভিযোগটি তদন্তাধীন রয়েছে।প্রাথমিকভাবে কোনো সাক্ষ্য না পাওয়ায় বিষয়টি যাচাই-বাছাই চলছে।
অভিযুক্ত ইউপি সদস্য সালাম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই নারীর স্বামী আমার আত্মীয়। তাকে ৫০ হাজার টাকা ধার দিয়েছিলাম। টাকা ফেরতের বিষয়ে কথা বলতে তার বাড়িতে গিয়েছিলাম।কিন্তু আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত