ইত্তেহাদ নিউজ,অনলাইন : পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে ডাকাতির অভিযোগ এনে মো. আলী হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রথমে আলী হোসেনকে তার নিজ বাড়ির সামনে পিটিয়ে গুরুতর আহত করা হয়। আর ঘটনাটি ঘটে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্ধাঘাটা এলাকার হাওলাদার বাড়িতে। পরবর্তীতে ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলী হোসেনকে মারধরের ঘটনার দিন রাতেই একটি মামলা হয়েছে। এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের স্ত্রী সোনিয়া আক্তার জানান, স্বামী ও তিনি অধিকাংশ সময় বাড়িতে থাকেন না। রবিবার সকালে তার স্বামী ও ভাই সোলায়মানসহ তিনজন বাড়িতে আসেন। ওইদিন রাতেই তাদের ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় আবুল বাশার ফরিদের নেতৃত্বে ৫০-৬০ জন লোক তাদের বাড়ির সামনে এসে ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করে। এ সময় আলী হোসেন ঘরের বাইরে বের হলে তাকে ধরে ঘরের পাশে একটি সুপারি বাগানে নিয়ে নির্মমভাবে মারধর করা হয়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত আলী হোসেনকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল ভোর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোনিয়া আক্তারের অভিযোগ, স্থানীয় ফরিদের সঙ্গে আলী হোসেনের পূর্ববিরোধ ছিল। এর জেরে পরিকল্পিতভাবে ফরিদ, জানে আলম, মিরাজ ও তাদের সহযোগীরা আলী হোসেনকে ডাকাত সাজিয়ে হত্যা করেছে।
উল্লেখ্য, নিহত আলী হোসেন পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন তৃতীয়। তিনি ও তার স্ত্রী সাধারণত গ্রামের বাড়িতেই থাকতেন। অন্য ভাইয়েরা ঢাকায় থাকেন। তার বাবা-মা অন্য ভাই ও বোনের সঙ্গে থাকেন।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত