ময়মনসিংহে জামিনপ্রাপ্ত হিসাবরক্ষককে যোগদানে আপত্তি, সিভিল সার্জনকে ওএসডি


ইত্তেহাদ নিউজ,অনলাইন : স্বাক্ষর জালিয়াতির মামলায় কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে ফের আগের কর্মস্থলে যোগ দিতে গেলে আপত্তি জানান ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।
মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্বাক্ষরিত এসংক্রান্ত একটি চিঠি রবিবার (১৯ অক্টোবর) জারি হয়। সোমবার বিষয়টি জানাজানি হলে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সূত্র জানায়, ২০২২ সালে সাবেক প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হন ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষক ইমরান মেহেদী হাসান। দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি। এরপর ওই বছরের ৭ জুলাই শাস্তিমূলক বদলিতে তাকে মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।তবে চলতি বছরের ২৯ জুলাই লবিংয়ের মাধ্যমে ফের ময়মনসিংহে পদায়ন পান ইমরান মেহেদী।
তিনি যোগদান করতে চাইলে সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষায় তার যোগদানে আপত্তি জানান এবং পদায়ন প্রত্যাহারের সুপারিশ পাঠান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এ পদক্ষেপে কর্তৃপক্ষ অসন্তুষ্ট হয়ে ‘নির্দেশ অমান্য’সহ একাধিক অভিযোগে ডা. ছাইফুল ইসলামকে ওএসডি করে।জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. ফয়সল আহমেদ কালের কন্ঠকে বলেন, সিভিল সার্জন স্যারকে ওএসডি হয়েছে বলে শুনেছি। কিন্তু কেন বা কী কারণে তিনি ওএসডি হয়েছেন তা আমার জানা নেই।
তবে গত বছর আউট সোর্সিংয়ের টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও স্যার এটা বর্ধিত করতে চেয়েছিলেন, সেখানে আমি নোট অব ডিসেন্ট দিয়েছি। কারণ আউটসোর্সিংয়ে আরো ১৫১টি জনবল অনুমোদন হয়েছে। এটার টেন্ডার কিছুদিন পর হবে। তবে আমি কখনো জেলখাটা আসামির যোগদান নিতে সুপারিশ করিনি।’
এ বিষয়ে ওএসডি হওয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাইফুল ইসলাম বলেন, ‘আমি প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে ওই হিসাব রক্ষকের যোগদানের আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিস্তারিত জানিয়েছিলাম।
কিন্তু হয়েছে উল্টো। তা ছাড়া আমার বিরুদ্ধে টেন্ডার পাইয়ের দেওয়ার অভিযোগ উঠেছে, অথচ আমি যোগদানের পর এ ধরনের কোনো টেন্ডার এখনো হয়নি।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।