রাজনীতি

সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই: সারজিস

JOYPURHAT 68f6620014813
print news

ইত্তেহাদ নিউজ,অনলাইন : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা এনসিপি- আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশের সংসদে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই। না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হিসেবে রাজনীতি করতে আসিনি।

সোমবার (আজ) দুপুরে শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাপলা প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, অভ্যুত্থানপরবর্তী সময়ে একটা স্বাধীন বিধানিক প্রতিষ্ঠান থেকে একটা যৌক্তিক অধিকার বা দাবি পেতে এ ধরনের লড়াই করতে হবে- এটা খুবই অপ্রত্যাশিত। যখন আইনগতভাবে শাপলা পেতে এনসিপির কোনো বাধা নেই, তখন নির্বাচন কমিশন কোন বাধায় প্রভাবিত হয়ে বা পিছুটানে আমাদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করে? আমরা মনে করি, নির্বাচন কমিশন আগামীর বাংলাদেশে একটা নির্বাচন করার কাজে প্রাতিষ্ঠানিক গ্রহণ যোগ্যতা হারিয়ে ফেলেছে। সেই জায়গা থেকে আমাদের স্পষ্ট অবস্থান- যেহেতু আইনগত বাধা নেই এই নির্বাচন কমিশন এনসিপির সঙ্গে এই স্বেচ্ছাচারিতা করতে পারে না।

তিনি বলেন, আমাদের হয় শাপলা দিতে হবে, না হয় কেন শাপলা দেবে না- এর আইনগত ব্যাখ্যা দিতে হবে। আমরা এটা নিয়ে আইনগতভাবে লড়াই করব, প্রয়োজনে রাজপথে লড়াই করব।

জুলাই সনদে এনসিপির স্বাক্ষর না করার কারণ জানতে চাইলে সারজিস আলম বলেন, জুলাই সনদে আইনের ভিত্তি দেখি না। কিভাবে বাস্তবায়ন হবে এটার জন্য যখন আমরা সঠিক ক্লিয়ারেন্স পাই না তখন আমরা আমাদের জায়গা থেকে শুধুমাত্র দায়সারা একটা সনদে স্বাক্ষর করিনি, আমরা আমাদের জায়গা থেকে দলীয়ভাবে কিছু চাই না। যে বিষয়গুলোতে তারাই ঐকমত্য হয়েছে, যে বিষয়গুলো তারা জুলাই সনদে রেখেছে- সেই বিষয়গুলো বাস্তবায়নের রোডম্যাপ চাই, বাস্তবায়নের নিশ্চয়তা চাই; কিন্তু সেটা আমরা দেখিনি। আমরা শুধুমাত্র নির্বাচনে যাব বা আসন পাব এটাকে সামনে রেখে ওই সনদে আমরা স্বাক্ষর করতে পারি না। কারণ এটা জনগণের আশা-আকাঙ্ক্ষার বিপরীত।

সভায় বিশেষ অতিথি ছিলেন- এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন ও যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী।এছাড়া সভায় জেলা এনসিপির নেতা ওমর আলী বাবু, আব্দুল মান্নান চটুলসহ বিভিন্ন উপজেলার নেতারা বক্তব্য রাখেন।

 

সর্বশেষ  গুরুত্বপূর্ণ  সব  সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের  ফেসবুক পেইজে  লাইক  দিয়ে  অ্যাকটিভ  থাকুন।  ভিজিট করুন : http://www.etihad.news

অনলাইন  নিউজ পোর্টাল  ইত্তেহাদ নিউজে  লিখতে  পারেন  আপনিও। লেখার বিষয়  ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন  [email protected] ঠিকানায় ।

সংবাদটি শেয়ার করুন....
ইত্তেহাদ নিউজ ডেস্ক :

ইত্তেহাদ নিউজ ডেস্ক :

About Author

etihad news is one of the famous Bangla news portals published from Abudhabi-UAE. It has begun with a commitment to fearless, investigative, informative, and independent journalism. This online portal has started to provide real-time news updates with maximum use of Smart Technology.