হাসিনা ছাড়া দেশ চলবে না- এই বার্তা দিতেই ঘটছে নাশকতা: রিজভী


ইত্তেহাদ নিউজ,অনলাইন : বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা জনগণের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে, যা বড় ধরনের সিরিজ নাশকতা। সিরিজ অব ইনসিডেন্স যখন হয় তখন বুঝতে হবে, কালো হাত কাজ করছে দেশকে অস্থিতিশীল করতে। এসব যারা করছে তারা আন্তর্জাতিক পর্যায়ে দেখাতে চায় হাসিনা ছাড়া দেশ চলছে না।
সোমবার দুপুরে কুমিল্লা চৌদ্দগ্রামে দৃষ্টিহীন গায়ক জাহাঙ্গীর আলমের বাড়িতে এসব কথা বলেন তিনি। এসময় জাহাঙ্গীর আলমের হাতে তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক উপহার তুলে দেন তিনি।
উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া,কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাদুল বারি আবু, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সিসহ বিএনপির নেতৃবৃন্দরা।
রিজভী বলেন, অনেক আগেই সাংগঠনিক ভাবে কুমিল্লাকে বিভাগের মর্যাদা দিয়েছে বিএনপি। জুলাই সনদ নিয়ে জামায়াতের সেক্রেটারির বক্তব্যের বিষয়ে তিনি বলেন, জামায়াত যে-কোনো সময় তাদের কথা ও অঙ্গীকার বরখেলাপ করতে পারে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছেন, নির্বাচন কমিশনের পক্ষেই সম্ভব একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করা।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়। তিনি ‘নির্দেশ দেন জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে জাহাঙ্গীর আলমের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।