৮০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল,যুদ্ধবিরতির পর অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত


ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরের শুজাইয়্যা এলাকায় কয়েকজন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। তাদের দাবি, ওই ব্যক্তিরা হলুদ সীমারেখা অতিক্রম করে ইসরাইলি সেনাদের জন্য ‘হুমকি সৃষ্টি করেছিল’।
গাজা সরকার জানায়, চলতি বছরের ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সর্বশেষ যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন। তারা আরও জানায়, ইসরাইল এ সময় অন্তত ৮০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা সাম্প্রতিক সময়ে একাধিক বিমান হামলা চালিয়েছে, যাতে ডজনখানেক ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে হামাস এই অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র পরিস্থিতি ‘অত্যন্ত শান্তিপূর্ণ’ রাখার জন্য কাজ করছে।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের গাজা অভিযান এখন পর্যন্ত অন্তত ৬৮ হাজার ১৫৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ১ লাখ ৭০ হাজার ২০৩ জনকে আহত করেছে।
সূত্র: আল-জাজিরা
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।