ঝালকাঠি সিটি ক্লিনিকের অব্যবস্থাপনা, সিভিল সার্জন বরাবরে অভিযোগ দায়ের


ইত্তেহাদ নিউজ,ঝালকাঠি : ঝালকাঠি পৌর শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় অবস্থিত “সিটি ক্লিনিক” নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
সুমন মন্ডল নামের একজন পৌর নাগরিক ঝালকাঠি সিভিল সার্জন বরাবরে লিখিতভাবে এ অভিযোগ দ্বায়ের করেছেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওসিএস) ডাঃ মো. মোস্তাফিজুর রহমান সুমন মন্ডলের হাত থেকে অভিযোগ পত্রটি গ্রহন করেন।
লিখিত অভিযোগ পত্রের একটি কপি সংগ্রহ করেছে ইত্তেহাদ নিউজ। অভিযোগ পত্রে সুমন মন্ডল লিখেছেন। ঝালকাঠির সিটি ক্লিনিকে রোগীদের যথাযথ চিকিৎসা প্রদান করা হয় না। ক্লিনিকে সার্বক্ষণিক কোন চিকিৎসক উপস্থিত থাকেন না, গর্ভবর্তী নারী আসলে দালালের মাধ্যমে মোটা অংকের টাকা চুক্তি করে নেয়, বাহির থেকে চিকিৎসক এনে অতিরিক্ত অর্থ দিয়ে সিজারিয়ান অপারেশন করানো হয়।
এছাড়া অভিযোগ পত্রে সুমন আরো উল্লেখ করেছেন সরকারি নিয়ম অমান্য করে এই ক্লিনিকে ব্যবসার স্বার্থে ১০ বেডের স্থলে ৬৫ বেড বাসানো হয়েছে। দালালের মাধ্যমে রোগীদের জিম্মি করে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ গ্রহন করা হয়। এছাড়া ক্লিনিকের পরিবেশ অস্বাস্থ্যকর। যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
স্থানীয়ভাবে সকল দপ্তরের সাথে রফাদফা করে নিয়ম কানুনের তোয়াক্কা না করেই ক্লিনিক পরিচালনা করার কথাও অভিযোগ পত্রে উল্লেখ করা হয়। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে উক্ত বিষয়ে দৃষ্টি দিয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান অভিযোগকারী সুমন মন্ডল।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।