বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিল চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বরিশাল অফিস : বরিশাল সোনারগাঁও টেক্সটাইল মিল প্রাইভেট লিমিটেডের কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সাড়ে ১২ লক্ষাধিক টাকা সরকারি ভূমি উন্নয়ন কর পরিশোধ না করায় সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সদর সার্টিফিকেট অফিসার আজহারুল ইসলাম স্বাক্ষরিত পৃথক গ্রেপ্তারি পরোয়ানার নথি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর এ নথিটি পাঠানো হয়।
পরোয়ানাভুক্ত দুজন হলেন বরিশাল নগরীর রূপাতলীর সোনারগাঁও টেক্সটাইল মিল লিমিটেডের চেয়ারম্যান একেএম আজিজুর রহমান ও প্রতিষ্ঠানের পরিচালক মো. আনোয়ার হোসেন।
এতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ রাজকীয় প্রাপ্য আদায় বিষয়ক ১৯১৩ সালের ৪, ৫ ও ৬ ধারানুসারে সার্টিফিকেট দেনাদার এ কে এম আজিজুর রহমান ও আনোয়ার হোসেনের নিকট বকেয়া ভূমি উন্নয়ন কর বাবদ ১০ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা এবং এর সুদ বাবদ ২ লাখ ১ হাজার ২৩ টাকাসহ মোট ১২ লাখ ৭৮ হাজার ৭৩ টাকা সরকারি পাওনা। এজন্য সরকারি দাবি আদায় আইনের ১৯১৩ এর ২৯ ধারা মতে ২০২৪ সালের ২১ মার্চ সার্টিফিকেট মামলা করা হয়।
পরোয়ানায় আরও বলা হয়, উল্লেখিত মোট টাকা সার্টিফিকেট দাবিদারের অনুকূলে এ সার্টিফিকেট সংশ্লিষ্ট সম্পূর্ণ টাকা পরিশোধ হয়নি। উল্লেখিত সার্টিফিকেট দেনাদার উল্লেখিত টাকাসহ এ প্রক্রিয়া ব্যয় বাবদ মোট ১২ লাখ ৭৮ হাজার ৭৩ টাকা পরিশোধ না করেন তাহলে তাকে গ্রেপ্তার করে যত সম্ভব দ্রুত আদালতে উপস্থিত করবেন।
একই সঙ্গে এ পরোয়ানা কোন দিন কীভাবে জারি হয়েছে অথবা জারি না হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদনসহ চলতি বছরের ১৬ নভেম্বর বা এর পূর্বে এ কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে পরোয়ানার আদেশে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি স্বীকার করে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) ও সার্টিফিকেট অফিসার আজহারুল ইসলাম জানান, সরকারি বকেয়া আদায়ের জন্য গত মাসে আমরা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নোটিশ করেছিলাম। তিনি আমার কার্যালয়ে এসে কিস্তিতে টাকা পরিশোধের অঙ্গীকার করেছিলেন। এ সময় তিনি দুই লাখ টাকার একটি পে-অর্ডার দিয়ে গিয়েছিলেন। বাকি টাকা মাসে মাসে দেবেন বলে অঙ্গীকার করে।
কিন্তু কিস্তি পরিশোধের ধার্যতারিখে আর বকেয়া পরিশোধ করেনি। তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও বিষয়টিতে গুরুত্ব দেননি। তাই বিধি মোতাবেক কোম্পানির চেয়ারম্যান ও পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করে টাকা আদায়ে ব্যর্থ হলে আমরা তাদের দেওয়ানি কার্যবিধি অনুযায়ী সিভিল কোর্টে হস্তান্তর করব।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।