অপহরণকারীদের আইনের আওতায় আনতে কাজ করছে সরকার

ইত্তেহাদ নিউজ,অনলাইন : ইমাম মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের আইনের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ফেসবুক পেজের এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
ধর্ম উপদেষ্টা লিখেন, গাজীপুরের খতিব মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে অপহরণকারীদের গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একযোগে কাজ করছে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এর আগে ধর্ম উপদেষ্টা লিখেন, গাজীপুরের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর অপহরণ, গুম ও নির্যাতনের দাবির ব্যাপারে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও সেনাবাহিনীর মাধ্যমে ধর্ম উপদেষ্টা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তাঁর পরিবার ও প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং পরিবারের তত্ত্বাবধানে গাজীপুরে নিয়ে আসা হবে। এ ঘটনায় তদন্তপূর্বক জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন ধর্ম উপদেষ্টা।
এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরে গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে নিখোঁজের এক দিন পর পঞ্চগড় সদর উপজেলার হেলিপ্যাড এলাকায় পাওয়া যায়। তাঁকে একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে তারা তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
গণমাধ্যমকর্মীদের মহিবুল্লাহ বলেন, বুধবার ফজরের নামাজের পর হাঁটতে বের হলে অ্যাম্বুল্যান্সে করে পাঁচজন এসে তাঁকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন করে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।



