বরিশাল অফিস : বিতর্ক যেন পিছুই ছাড়ছেনা বরিশাল সোনালী ব্যাংকের। সদ্য বিদায়ী বিতর্কিত জিএম গোপাল চন্দ্রের চলে যাওয়ার পর অনেকেই আশা করেছিলেন ব্যাংকটি শৃঙ্খলায় ফিরবে। কিন্ত বদলি পোস্টিং নিয়ে নানা টালবাহানায় অস্থির হয়ে উঠেছে ব্যাংকের আভ্যন্তরীণ পরিবেশ।
এরই মাঝে বরিশাল কর্পোরেট শাখায় যুগ্ম জিম্মাদার (সাধারণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অর্থ কেলেঙ্কারীতে ইতিপূর্বে হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার হওয়া মোঃ সাইদুর রহমানকে। তিনি ফ্যাসিস্ট সরকারের সময়ে উপজেলা নির্বাচনে গৌরনদীর পাইলট স্কুল কেন্দ্রে দায়িত্বপালনকালে অবৈধ টাকা সহ হাতেনাতে আটক হন। এরপর ব্যাংক থেকে সাসপেন্ড করা হয়। পরবর্তীতে নির্বাচন শেষ হলে সেসব কর্মকর্তারা না থাকার সুবাদে মামলাটি ডিসমিস করান। এমন একজন বিতর্কিত ব্যক্তিকে করপোরেট শাখার এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় অনেকেই আর্থিক নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
এ বিষয়ে করপোরেট শাখায় যুগ্ম জিম্মাদার সাধারণ মোঃ সাইদুর রহমান বলেন, আমরা ভোটকেন্দ্র থেকে টাকা সহ গ্রেফতার হওয়ার পরে আমাকে সাসপেন্ড করা হয়। কিন্তু আদালতে নির্দোশ প্রমাণ হয়েই আমি খালাস পেয়েছি।
বরিশাল করপোরেট শাখা ব্যবস্থাপকের দায়িত্বে থাকা ডিজিএম (ইনচার্জ) শামীম উল নিজাম বলেন, পোস্টিং পদায়ন দিয়েছেন উর্দ্ধতন কর্তপক্ষ। সেখানে আমার কিছু করার নেই। এখন আমার শাখায় দায়িত্বকালীন কোন অপরাধ করলে সেটা আমি ব্যবস্থা নিব।
বরিশাল সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) মোঃ মাহমুদুল হক বলেন, সে যেহেতু মামলা থেকে অব্যাহতি পেয়েছে। সুতরাং তাকে দায়িত্ব পালন করতেই হবে। তবে কোন অপরাধ করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ গুরুত্বপূর্ণ সব সংবাদ, ছবি ,অনুসন্ধানী প্রতিবেদন ও লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। ভিজিট করুন : http://www.etihad.news
* অনলাইন নিউজ পোর্টাল ইত্তেহাদ নিউজে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায় ।
ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী ,সংযুক্ত আরব আমিরাত, ইমেইল: [email protected], web:www.etihad.news
এম এম রহমান, প্রধান সম্পাদক, ইত্তেহাদ নিউজ, এয়ার পোর্ট রোড, আবুধাবী, সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ও প্রচারিত